16.4 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারে চার্চইয়ার্ডে একজন নারীকে নৃশংস গণধর্ষণ কান্ড

অক্সফোর্ডশায়ারের বানবারিতে এক ভয়াবহ গণধর্ষণের ঘটনা ঘটেছে। সেন্ট মেরিজ চার্চের প্রাঙ্গণে ত্রিশোর্ধ্ব এক নারীকে একদল পুরুষ আক্রমণ ও ধর্ষণ করেছে বলে নিশ্চিত করেছে থেমস ভ্যালি পুলিশ।

পুলিশ জানিয়েছে, রবিবার ভোররাতে এই ঘটনা ঘটে। ঠিক কতজন হামলায় জড়িত ছিল তা এখনো নিশ্চিত নয় এবং এখনো পর্যন্ত কারো বিবরণ প্রকাশ করা হয়নি। তবে তদন্তকারীরা বিশ্বাস করেন, ঘটনার সময় একজন নারী ভুক্তভোগীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন। পুলিশ ওই নারীকে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

ডিটেকটিভ সার্জেন্ট মার্ক পারসোনিয়াস বলেন, “এটি একটি নৃশংস অপরাধ। অপরাধীদের সনাক্ত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছি। ভুক্তভোগীকে এই ভয়ঙ্কর সময়ে বিশেষ প্রশিক্ষিত কর্মকর্তাদের মাধ্যমে সহায়তা করা হচ্ছে। আমরা বিশেষভাবে সেই নারী সাক্ষীর কাছে আহ্বান জানাচ্ছি, যিনি সম্ভবত ভুক্তভোগীকে সাহায্য করেছিলেন। আপনার কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে যা আমাদের এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ চিত্র বুঝতে সহায়তা করবে।”

পুলিশ পাশাপাশি অনুরোধ করেছে, শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বানবারি টাউন সেন্টারে যারা ছিলেন এবং রাত ১২টা থেকে ভোর ২:৩০টার মধ্যে কিছু সন্দেহজনক ঘটনা লক্ষ্য করেছেন, তারা যেন যোগাযোগ করেন। এছাড়া সিসিটিভি, ড্যাশক্যাম বা মোবাইল ফোনে ধারণ করা কোনো ফুটেজ থাকলে তা পুলিশকে দিতে বলা হয়েছে।

সেন্ট মেরিজ চার্চ কর্তৃপক্ষও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। এক মুখপাত্র বলেন, “আমরা এই ভয়ঙ্কর ঘটনার খবর শুনে মর্মাহত। ভুক্তভোগীর প্রতি আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল। পাশাপাশি যার কাছে কোনো তথ্য রয়েছে তাকে অবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ করছি।”

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে
২৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে মসজিদ রক্ষায় আসছে নতুন সুরক্ষা বিল

যুক্তরাজ্যে কর্নওয়ালে একাধিক মরদেহের গুজব অস্বীকার করল পুলিশ, হত্যাকাণ্ডে একজন অভিযুক্ত

নিউজ ডেস্ক

অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাজ্যের প্রয়োজন ১ ট্রিলিয়ন পাউন্ডের বিনিয়োগ

নিউজ ডেস্ক