TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী সংস্থাকে জরিমানার বিধান রেখে আইন পাশ

যুক্তরাজ্যের প্রাইভেট আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী সংস্থাকে ১০০০০ পাউন্ড পর্যন্ত নতুন জরিমানার বিধান করতে যাচ্ছে সরকার। যদি প্রাইভেট আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী সংস্থা ফ্লাইট প্রস্থানের দুই ঘন্টা আগে যাত্রীদের তথ্য প্রদান করতে ব্যর্থ হয় তাহলে প্রতি যাত্রী হিসাবে দশ হাজার পাউন্ড জরিমানা প্রদান করতে হবে।

বেসরকারী বিমানের পাইলট, মালিক এবং প্রাইভেট বিমানের অপারেটররা নতুন বিধিবিধানের অধীনে যুক্তরাজ্যে যাওয়া বা আসার আগে অগ্রিম যাত্রীদের তথ্য সরবরাহ করতে হবে। নতুবা বেসরকারী বিমানের পাইলট, মালিক এবং প্রাইভেট বিমানের অপারেটররা ১০,০০০ পাউন্ড জরিমানার জন্য দায়বদ্ধ থাকবে।

নতুন এই বিধি ২০২৩ সালের নভেম্বরের শেষে সংসদে উপস্থাপন করা হয়েছিল এবং ৬ এপ্রিল কার্যকর হয়। এই বিধির মাধ্যমে সরকার তাদের সীমান্ত সুরক্ষার ব্যবস্থা করতে চায়। পূর্বে অগ্রিম যাত্রীদের তথ্য ইমেল, ফ্যাক্স বা অন্যান্য ম্যানুয়াল পদ্ধতি মাধ্যমে জমা দেওয়া যেতো বলে সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

এই আইনের মাধ্যমে সরকার বর্ডার ফোর্সকে শক্তি প্রদান করতে চায় যাতে তারা নিরাপত্তাজনিত সমস্যা সংক্রান্ত যেকোনো ব্যক্তিকে যুক্তরাজ্যে প্রবেশ করতে কিংবা যুক্তরাজ্য হতে বের হতে বাঁধা প্রদান করতে পারে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আন্তর্জাতিক প্রাইভেট বিমান হ্যান্ডেল করার সংখ্যা ৮৮% হ্রাস পেয়েছে। লিগ্যাল মাইগ্রেশন ও সীমান্ত মন্ত্রী টম পার্সগ্লোভ বলেন, আমাদের সীমানা সুরক্ষিত রাখার জন্য এই নতুন বিধি অগ্রাধিকারযোগ্য ও অত্যন্ত প্রয়োজনীয়।

সূত্রঃ ইউকে.গভ

এম.কে
০৯ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে ধরপাকড়ে সিলেটে উদ্বেগ, কাজ হারাচ্ছেন অনেকে

রুয়ান্ডা বিল নিয়ে বিষোদগার করল জাতিসংঘের মানবাধিকার কমিটি

ব্রিটিশ নাগরিকের বিমানবন্দরে মলত্যাগের হুমকি