TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের আবহাওয়া পূর্বাভাসে ঝড় লিলিয়ানের আশঙ্কা

যদিও যুক্তরাজ্য বসন্তকালীন সময় অতিক্রম করছে তবুও ব্রিটিশরা এখনও শীতের কোটগুলি খুলে রাখতে পারেন নাই। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য জুড়ে শীতল আবহাওয়া বিরাজ করছে।

গত কয়েক সপ্তাহে সামান্য উষ্ণ আবহাওয়া চলমান থাকলেও, কয়েক দিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে নেমে গিয়েছে। যুক্তরাজ্য মেট অফিস এরই মধ্যে হিমশীতল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।

এই তাপমাত্রা নেমে যাওয়ায় পুরো সপ্তাহ জুড়ে হিমশীতল কনকনে বাতাস বয়ে যাবে বলে জানা যায়। এরজন্য আবহাওয়াবিদেরা আর্কটিক হতে বয়ে যাওয়া কনকনে মৌসুমী বাতাসকে দায়ী করেছেন।

মেট অফিস জানিয়েছে আগামী সপ্তাহে লন্ডনে মৌসুমী বাতাস সহ বজ্রপাত ও ঝড় বয়ে যেতে পারে। যা স্টর্ম লিলিয়ানের পূর্বাভাস বলেও মনে করছে মেট অফিস।

বছরের এই সময়ে, লন্ডনের তাপমাত্রা সাধারণত ১৫ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। কিন্তু বর্তমান সময়ে তাপমাত্রা খুব দ্রুত ১৫ ডিগ্রির নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ মেট্রো

এম.কে
২৫ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে আর্কটিক থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে নামছে কনকনে শীত

বিলেতে বাড়ি কেনাবেচাঃ হেল্প টু বিল্ড ইকুইটি লোন 

যুক্তরাজ্যে অভিবাসীর সংখ্যা অর্ধেকে নামানোর অঙ্গীকার