15.5 C
London
August 2, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে হোসপাইপ নিষেধাজ্ঞাঃ আইন ভাঙলে £১,০০০ জরিমানা

আগামী শুক্রবার (১১ জুলাই) থেকে উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ার অঞ্চলে হোসপাইপ ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। ইয়র্কশায়ার ওয়াটার পানির সংকট ও তীব্র গরমের কারণে এই পদক্ষেপ নিয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে নর্থ ইয়র্কশায়ার, সাউথ ইয়র্কশায়ার, ওয়েস্ট ইয়র্কশায়ার এবং হাম্বারসাইড। এই চার অঞ্চলের কোনো বাসিন্দা যদি হোসপাইপ ব্যবহার করেন, তাহলে তাকে সর্বোচ্চ এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
জরিমানার আওতায় পড়তে পারে বাগানে পানি দেওয়া, গাড়ি ধোয়া, সুইমিং পুল বা প্যাডলিং পুলে পানি ভরানো, বাড়ির জানালা বা দেয়াল পরিষ্কার করাসহ ঘরের বাইরের যেকোনো ধরনের পানি ব্যবহার যেখানে হোসপাইপ ব্যবহৃত হয়।
ইয়র্কশায়ার ওয়াটার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ওয়াটার ইন্ডাস্ট্রি অ্যাক্ট ১৯৯১’ এর সেকশন ৭৬ অনুসারে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিষ্ঠানটি মাঠ পর্যায়ের কর্মীদের শুক্রবার থেকেই সরেজমিনে পাঠাবে, যারা নিয়ম না মানা ব্যক্তিদের সতর্ক করবে এবং প্রয়োজনে আদালতের মাধ্যমে জরিমানা আদায় করবে।
তবে সংস্থাটি আশা প্রকাশ করেছে, অধিকাংশ গ্রাহকই দায়িত্বশীল আচরণ করবেন এবং পানির অপচয় রোধে সহযোগিতা করবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অনেকেই ইতিমধ্যে স্বেচ্ছায় পানি ব্যবহারে নিয়ন্ত্রণ এনেছেন, যার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এই নিষেধাজ্ঞা কতদিন থাকবে সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে ইয়র্কশায়ার ওয়াটার বলেছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। গ্রাহকদের প্রতি বার্তা দিয়ে সংস্থাটি বলেছে, “এই পদক্ষেপটি অস্থায়ী, তবে জরুরি। সবাইকে সহযোগিতা করার অনুরোধ করছি।”
সূত্রঃ এক্সপ্রেস
এম.কে
১০ জুলাই ২০২৫

আরো পড়ুন

জালিয়াতির খরচ অনুমানে পুরনো তথ্যের উপর নির্ভর করে হোম অফিস

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে আপনার ল্যাপটপ হারিয়ে গেলে কী করবেন

যুক্তরাজ্যের ভিডিও গেম বাজারে মন্দা