18.9 C
London
August 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ওয়েলসে সব PAYG রুটে মাত্র £1 ভাড়ায় ট্রেন ভ্রমণের সুযোগ

ওয়েলসে ট্রেনযাত্রীদের জন্য অভাবনীয় সুবিধা ঘোষণা করেছে ট্রান্সপোর্ট ফর ওয়েলস (TfW)। সীমিত সময়ের জন্য দক্ষিণ-পূর্ব ওয়েলসের সব PAYG (Pay As You Go) সক্রিয় রুটে মাত্র £1 ভাড়ায় ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।
১৯ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত এই বিশেষ অফার চালু থাকবে। যাত্রীরা ৯৫টি স্টেশনের যেকোনো একটি থেকে ট্যাপ ইন-ট্যাপ আউট সুবিধা ব্যবহার করে ভ্রমণ করতে পারবেন। এর আওতায় ভ্যালিস লাইনসহ ব্রিজেন্ড, মেইস্টেগ, ভেল অব গ্ল্যামরগান, এবেরগাভেনি ও চেপস্টো রুটও অন্তর্ভুক্ত।
এই অফার শুধুমাত্র প্রতি সিঙ্গেল PAYG যাত্রার ক্ষেত্রে প্রযোজ্য। অন্য কোনো টিকিট, ডিসকাউন্ট বা রেলকার্ডের সঙ্গে ব্যবহার করা যাবে না। যাত্রীরা সর্বোচ্চ £3.20 পর্যন্ত ছাড় পেতে পারেন, যা PAYG ব্যবস্থাকে ওয়েলসে সবচেয়ে সাশ্রয়ী ভ্রমণ মাধ্যম হিসেবে প্রমাণ করছে।
ওয়েলস সরকারের পরিবহন ও উত্তর ওয়েলস বিষয়ক মন্ত্রী কেন স্কেটস বলেন, “দক্ষিণ-পূর্ব ওয়েলসের অনেক যাত্রী ইতিমধ্যেই PAYG ব্যবস্থার সাশ্রয়ী ভাড়া উপভোগ করছেন। সীমিত সময়ের এই £1 অফার নতুন যাত্রীদেরকেও এই সুবিধা নিতে উৎসাহিত করবে। আমাদের £800 মিলিয়ন বিনিয়োগের ফলে নতুন ট্রেনেও অনেক যাত্রী ভ্রমণের সুযোগ পাবেন।”
ট্রান্সপোর্ট ফর ওয়েলসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অ্যালেক্সিয়া কোর্স জানান, “চালুর পর থেকেই PAYG আমাদের সবচেয়ে দ্রুত বিক্রিত টিকিটিং পদ্ধতি। গ্রীষ্মকালীন এই এক্সক্লুসিভ অফারের মাধ্যমে আমরা যাত্রীদের সর্বোচ্চ সাশ্রয়ী ভাড়ায় ভ্রমণের সুযোগ দিতে চাই। আশা করছি এতে আরও অনেকে PAYG ব্যবহারে আগ্রহী হবেন।”
সংস্থাটি জানিয়েছে, বর্তমানে এই সেবা কেবল দক্ষিণ ওয়েলসে সীমিত থাকলেও শিগগিরই উত্তর ওয়েলসেও চালু করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া, অফার চলাকালীন সময়ে রেল প্রতিস্থাপন বাসেও এই সুবিধা প্রযোজ্য হবে। যেমন—রাইমনি থেকে কেয়ারফিলি রুটে লাইন বন্ধ থাকায় ১ সেপ্টেম্বর পর্যন্ত বাস চলবে এবং যাত্রীরা সেখানেও £1 ভাড়া উপভোগ করতে পারবেন। একইভাবে ২৩–২৪ আগস্ট ব্রিজেন্ড–মেইস্টেগ রুটে ইঞ্জিনিয়ারিং কাজের সময়ও বাস সার্ভিস PAYG ভাড়ায় চলবে।
সূত্রঃ টি এফ ডাব্লিউ
এম.কে
২২ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে কমেছে বিয়ে, বেড়েছে ডিভোর্স

কাগজের অভাবে শ্রীলঙ্কায় স্কুল পরীক্ষা বাতিল 

অনলাইন ডেস্ক

কালো কাপড় দিয়ে ঢেকে দেয়া হল যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর বাসভবন