যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলে এইচআইভি প্রতিরোধে লিঙ্গভিত্তিক বৈষম্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। নতুন এক প্রতিবেদনে দেখা গেছে, এই অঞ্চলে নতুন এইচআইভি আক্রান্তদের ৪২ শতাংশই নারী, অথচ প্রতিরোধমূলক ওষুধ প্রি-এক্সপোজার প্রোফাইল্যাক্সিস (PrEP) ব্যবহার করছেন মাত্র ৩ শতাংশ নারী।
PrEP একটি কার্যকর প্রতিরোধমূলক চিকিৎসা, যা দৈনিক ট্যাবলেট বা প্রতি আট সপ্তাহ অন্তর ইনজেকশন আকারে নেওয়া যায় এবং এটি এইচআইভি সংক্রমণের ঝুঁকি ব্যাপকভাবে হ্রাস করে। তবে নারীদের মধ্যে এই ওষুধের সচেতনতা ও প্রাপ্যতা এখনো অত্যন্ত সীমিত।
স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা বলছেন, এই অসমতা অবিলম্বে সমাধান করা জরুরি। কারণ সরকারি তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে এনএইচএস যৌনস্বাস্থ্য সেবার মাধ্যমে চিহ্নিত PrEP-প্রয়োজনীয় পুরুষ সমকামীদের ৭৫ শতাংশ ২০২৩ সালে এই ওষুধ ব্যবহার শুরু করেছেন বা চালিয়ে যাচ্ছেন। বিপরীতে, বর্তমানে পুরুষের সঙ্গে যৌনসম্পর্কে যুক্ত নারীরাই নতুন এইচআইভি সংক্রমণের সর্বাধিক অংশীদার হয়ে উঠেছেন।
নারীদের এই পিছিয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সোফিয়া ফোরামের নির্বাহী পরিচালক সোফি স্ট্রাচান। তিনি বলেন, “ওয়েস্ট মিডল্যান্ডসে ইতিমধ্যে কিছু ভালো কাজ হচ্ছে, কিন্তু এখন সময় এসেছে এই প্রচেষ্টা আরও বাড়ানোর এবং প্রতিটি নারীকে প্রাপ্য সহায়তা নিশ্চিত করার।”
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি তাদের বার্ষিক এইচআইভি টেস্টিং ও প্রতিরোধ সংক্রান্ত প্রতিবেদনে এসব পরিসংখ্যান প্রকাশ করেছে। এ উপলক্ষে বার্মিংহামে এক উচ্চপর্যায়ের বৈঠকে স্থানীয় পর্যায়ের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।
রয়্যাল উলভারহ্যাম্পটন এনএইচএস ট্রাস্টের ডা. প্রিতা ব্যানার্জি বলেন, “স্থানীয়ভাবে পরিচালিত নারী-নেতৃত্বাধীন উদ্যোগগুলো ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বার্মিংহামের এই সভা হবে এসব উদ্যোগকে বিস্তৃত করার কৌশল নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”
বৈঠকে উপস্থাপিত Systematically Excluded and Ignored নামের জাতীয় প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের এইচআইভি প্রতিরোধ কার্যক্রমে দীর্ঘদিন ধরে নারীরা উপেক্ষিত হয়ে আসছেন।
ওষুধ কোম্পানি গিলিয়াড সায়েন্সেসের প্রতিনিধি পিটার উইকারশম বলেন, “জাতীয় নীতিমালা দিকনির্দেশনা দিতে পারে, কিন্তু প্রকৃত পরিবর্তন আসে স্থানীয় পর্যায়ে, যেখানে সম্প্রদায়ের বাস্তব প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়।”
সূত্রঃ বিবিসি
এম.কে
১২ অক্টোবর ২০২৫