1.5 C
London
November 21, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের গাড়ির বাজার মাত করেছে কিয়া ইভি নাইন

বছরখানেক আগে বাজারে এসেই ক্রেতাদের মনোযোগ কেড়েছিল দক্ষিণ কোরিয়ার অটোমেকার কিয়ার ‘ইভি নাইন’। বিদ্যুচ্চালিত স্পোর্টস ইউটিলিটি ভেহিকলটি এবার যুক্তরাজ্যে বর্ষসেরা গাড়ির খেতাব পেল। সম্প্রতি ৩০ সদস্যের একটি বিচারক প্যানেল এ রায় দেন। বিচার কাজে যুক্ত ছিলেন টপ গিয়ার ও অটোকারের মতো প্রকাশনার সঙ্গে যুক্ত সাংবাদিকরা।

২০২১ সালের নভেম্বরে প্রথমবার ইভি নাইনের নকশা প্রকাশ্যে আনে কিয়া। এরপর ২০২৩ সালের ১৪ মার্চ আসে বাজারে। সাত সিটের এই ইভির এক চার্জে সর্বোচ্চ ড্রাইভিং সীমা ৪৮৯ কিলোমিটার। অল-ইলেকট্রিক থ্রি-রো মিডসাইজের এ গাড়ির প্রারম্ভিক দাম ৫৪ হাজার ৯০০ ডলার। ২০২৩ সালে কিয়া ইভি নাইন বিভিন্ন বাজারে দারুণ সাড়া পায়। এর মধ্যে সর্বোচ্চ বিক্রি হয় দক্ষিণ কোরিয়ায়, ৮ হাজার ৫২ ইউনিট। ইউরোপে বিক্রি হয় ২ হাজার ৮৬৫ ইউনিট।

বাজারে এসেই ২০২৩ সালে একাধিক খেতাব জেতে গাড়িটি। টপ গিয়ার ম্যাগাজিন অনুসারে ‘ফ্যামিলি কার অব দ্য ইয়ার’-এর মর্যাদা পায়। চলতি বছর জেতে ‘জার্মান লাক্সারি কার’সহ আরো কিছু খেতাব।

সূত্রঃ দ্য কোরিয়া হেরাল্ড

এম.কে
১২ মার্চ ২০২৪

 

আরো পড়ুন

যুক্তরাজ্যের সহায়তা কমলে ভয়াবহ পরিণতি হবে: ইউনিসেফের হুঁশিয়ারি

ইইউ ও ইউকের নতুন আইনে চাপের মুখে টেক জায়ান্টরা

লেবার পার্টির রিলিজ স্কিমের অধীনে রেকর্ড পরিমাণ বন্দি মুক্তি