20.5 C
London
July 21, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের চাইল্ড বেনিফিট সুবিধা প্রসঙ্গে ৩১ আগস্টের আল্টিমেটাম

যুক্তরাজ্যের এইচএমআরসি বিভাগ একটি সতর্কতা জারি করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। সতর্কতা জানিয়ে বলা হয়েছে কিছু পরিবারের সন্তানের চাইল্ড বেনিফিট সুবিধা নয় দিনের নোটিশে বন্ধ করা হতে পারে। ১৬ থেকে ১৯ বছর বয়সের শিশুরা ৩১ আগস্ট পর্যন্ত উচ্চশিক্ষা বা প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে। নতুবা এইসব শিশুদের বেনিফিটের অর্থ প্রদান বন্ধ করে দেয়া হবে।

যুক্তরাজ্যের কিশোর -কিশোরীরা তাদের জিসিএসই ফলাফল গ্রহণ করেছে এবং তাদের ভবিষ্যতের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন নিতে হবে। অনেক শিক্ষার্থীকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা বিশ্ববিদ্যালয়ে পড়া চালিয়ে যাবে কি না।

১৬ থেকে ১৯ বছর বয়সীদের পিতামাতারা যাদের সন্তান অনুমোদিত শিক্ষা বা প্রশিক্ষণ চালিয়ে যাবেন তাদের সন্তানের চাইল্ড বেনিফিট অব্যাহত থাকবে বলে জানা যায়।

দাতব্য সংস্থা জিঞ্জারব্রেডের সিইও ভিক্টোরিয়া বেনসন বলেন, চাইল্ড বেনিফিট সুবিধাগুলি সিঙ্গেল পরিবারের সন্তানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ৩১ আগস্টের সময়সীমা মধ্যে প্রত্যেক পরিবারের অভিভাবকেরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে নতুবা তারা গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হারিয়ে ফেলতে পারেন।

সূত্রঃ মাই লন্ডন ডট কম

এম.কে
২৩ আগস্ট ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে খরচ কুলাতে না পেরে পোষা কুকুর রাস্তায় ফেলে আসছেন মালিকেরা

যুক্তরাজ্যে রাজতন্ত্রের প্রতি উষ্মা প্রকাশ করেছেন সাধারণ জনগণ

আশ্রয়প্রার্থীদের বয়স যাচাইয়ের আইন করছে যুক্তরাজ্য