TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের টিপটনে পুরনো লিডল ভেঙে দ্বিগুণ আকারের নতুন সুপারস্টোর নির্মাণ

যুক্তরাজ্যের টিপটনের গ্রেট ব্রিজে পুরনো লিডল সুপারমার্কেট ভেঙে তার জায়গায় আরও বড় ও আধুনিক ভবন নির্মাণ করতে যাচ্ছে লিডল। স্যান্ডওয়েল কাউন্সিল ইতিমধ্যেই এই পরিকল্পনার অনুমোদন দিয়েছে।

নতুন সুপারস্টোরটি তৈরি হবে পাশের একটি ফাঁকা জমিতে, যেখানে আগে একটি ভ্যান বিক্রয় গ্যারেজ ছিল। এই পুনর্গঠনের ফলে লিডলের দোকানের ফ্লোরস্পেস ১,৩০০ বর্গমিটার থেকে বেড়ে ২,১০০ বর্গমিটারেরও বেশি হবে।

লিডল জানিয়েছে, নতুন ভবনে সর্বোচ্চ ৪০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। তবে দোকানের খোলার সময়সূচি আগের মতোই থাকবে। পরিকল্পনায় আরও যুক্ত হয়েছে ১০১ গাড়ির পার্কিং স্পেস, যার মধ্যে শিশু সহ অভিভাবকদের জন্য আলাদা জায়গা এবং ইলেকট্রিক চার্জিং পয়েন্ট রাখা হবে। হর্সলি হিথ থেকে প্রবেশের জন্য নতুনভাবে রাস্তা তৈরি করা হবে।

কোম্পানির দাবি, প্রায় ৫০০ বর্গমিটার বড় এই নতুন স্থানে গড়ে ওঠা দোকান এলাকাটিকে আধুনিক সুবিধাসম্পন্ন করবে। শুধু তাই নয়, জমিতে নতুন করে গাছ লাগানো হবে যা বর্তমান পাকা ও অব্যবহৃত জায়গার তুলনায় পরিবেশবান্ধব উন্নয়ন হিসেবে দেখা হবে।

২০১৮ সালেও লিডল একই ধরনের অনুমোদন পেয়েছিল, তবে তখন কাজ শুরু হয়নি। এবারের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা এলাকায় কর্মসংস্থান, ভোক্তাদের জন্য বাড়তি সুবিধা এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

আবেদনে বলা হয়েছে, এই প্রকল্পটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং কোভিড-১৯ মহামারির পর এই অঞ্চলে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে। একই সঙ্গে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পরিকল্পনা নীতির ভিশন বাস্তবায়নেও এটি সহায়ক হবে।

সূত্রঃ বার্মিংহাম লাইভ

এম.কে
৩০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

কনজারভেটিভ পার্টি পুনরায় ফিরে আসার জন্য লড়াই করতে হবেঃ কেটি বলস

আকাশ ছুঁয়েছে যুক্তরাজ্যের জনপ্রিয় ফাস্টফুডের দাম

যুক্তরাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী রেইনারের কর ফাঁকি কেলেঙ্কারি, লেবার সরকারে চাপ বাড়ল