7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের নতুন উপপ্রধানমন্ত্রী অলিভার ডাউডেন

কর্মকর্তাদের নিপীড়নের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের মুখে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ডমিনিক রাব। এবার তার স্থলাভিষিক্ত করা হয়েছে অলিভার ডাউডেনকে। দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক সরকারে কেবিনেট অফিস মিনিস্টার হিসেবে আছেন ডাউডেন। সুনাকের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মনে করা হয় তাকে।
এর আগে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ছিলেন তিনি। তবে গত জুনে দুটি উপনির্বাচনে পরাজিত হওয়ার পর পদ থেকে সরে গিয়েছেন তিনি। তিনি ২০১৫ সাল থেকে হার্টফোর্ডশায়ার থেকে নির্বাচিত এমপি ছিলেন। এছাড়া সরকারের কয়েকটি উচ্চ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।
ডমিনিক রাবের আচরণ নিয়ে বেশ কয়েকটি অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই গতকাল শুক্রবার (২১ এপ্রিল) তিনি পদত্যাগ করেন। রাব উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি বিচারমন্ত্রীও ছিলেন। তার পদত্যাগের পর নতুন বিচারমন্ত্রী নিয়োগ করা হয়েছে অ্যালেক্স চককে।
সদ্য পদত্যাগ করা রাবের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্তের পর দেখা গিয়েছে, রাব সরকারি কর্মকর্তাদের সঙ্গে অপমানজনকভাবে আচরণ করতেন। এমনকি তাদের ভয়ভীতি দেখানোরও অভিযোগেরও সত্যতা মিলেছে।

আরো পড়ুন

রান্নার তেল বিক্রি সীমিত করছে ব্রিটিশ সুপারমার্কেটগুলো

অনলাইন ডেস্ক

মর্গেজ অ্যাডভাইজ: লাভজনক প্রোডাক্ট ট্রান্সফার রেট পাওয়ার কৌশল

অনলাইন ডেস্ক

অনলাইনে শুক্রাণু কিনে ইউটিউব দেখে জন্ম নিলো “ই-বেবি”