9.2 C
London
April 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ওয়েস্টফিল্ড শপিং সেণ্টারে বোমাতঙ্ক

পূর্ব লন্ডনের স্টার্টফোর্ড ওয়েস্টফিল্ড শপিং সেণ্টারে বুধবার সকাল ১১ টায় বোমাতঙ্ক দেখা দিয়েছে।

শপিংমলে বোমা রাখা আছে বলে চিৎকার করতে থাকেন কয়েকজন ক্রেতা, কালো রংয়ের একটি বস্তু প্লাস্টিক ব্যাগে মোড়ানো থাকায় এই আতংক ছড়িয়ে পড়ে অনেকের মধ্যে।

শপিংয়ে আসা কিছু ব্যক্তির চিৎকারে হুলস্থূল কাণ্ড বেঁধে যায় ওয়েস্টফিল্ড শপিংমলে। পরবর্তীতে মেট্রোপলিটন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুরো শপিংমল বন্ধ করে চালানো হয় তল্লাশি। জোরদার তল্লাশি করতে স্নিফার ডগও নিয়ে আসা হয়। তল্লাশির পরে মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করে কোনো ধরনের বোমা শপিংমলে পাওয়া যায় নাই।

পরবর্তীতে সকাল ১১ টায় ওয়েস্টফিল্ড শপিংমল খুলে দেওয়া হয় বলে স্যোশাল মিডিয়ার খবরে জানা যায়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৯ মে ২০২৪

আরো পড়ুন

বর্ণবৈষম্যের স্বীকার হওয়ায় হোম অফিসের উপর মামলা করেছেন একজন বৃটিশ নাগরিক

যুক্তরাজ্যে লকডাউন আরো কড়া হতে পারে

২০২০ সালে ব্রিটেনের এক-চতুর্থাংশ মৃত্যু এড়ানো সম্ভব ছিল!