17.3 C
London
May 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ওয়ালথ্যামস্টোতে স্কুলছাত্র ছুরিকাহত

পূর্ব লন্ডনের ওয়ালথ্যামস্টোর উড স্ট্রিটে বৃহস্পতিবার বিকেলে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় এক ১৪ বছর বয়সী স্কুলছাত্র। ঘটনাটি ঘটে বিকেল প্রায় ৫টার দিকে, যখন এলাকা ছিল ক্রেতা ও স্কুলফেরত শিক্ষার্থীদের ভিড়ে সরগরম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে চিৎকার ও হুড়োহুড়ির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে মেট্রোপলিটন পুলিশ, লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ও এয়ার অ্যাম্বুলেন্স। তারা ঘটনাস্থলে ছাত্রটিকে চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যায়।

একজন ক্যাফে কর্মী মেট্রো পত্রিকাকে বলেন,
‘চারপাশে দোকান, ক্যাফে, মানুষজন—সবমিলিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। হঠাৎ করেই লোকজন দৌড়াতে শুরু করে। আমি শুনেছি কেউ বলছিল, “ওকে ছুরিকাঘাত করা হয়েছে”।’

পুলিশ জানিয়েছে, ভিকটিমের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য দেওয়া হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই বয়সের এক কিশোরকে ‘জনশৃঙ্খলাভঙ্গ’ ও ধারালো অস্ত্র বহনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

ফরেনসিক দল ঘটনাস্থলে কাজ করছে এবং উড স্ট্রিটের একটি অংশ কর্ডন দিয়ে ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের দোকান ও বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে তদন্তকারীরা।

স্থানীয় বাসিন্দা ও দুই সন্তানের মা আমান্ডা কিং বলেন, ‘এমন মর্মান্তিক ঘটনার পর নিজের বাড়ির দরজার সামনে পুলিশ কর্ডন দেখতে পাওয়া হৃদয়বিদারক। আমরা সবাই শুধু চাই ছেলেটি সুস্থ হয়ে উঠুক।’

ওয়ালথ্যামস্টোর সংসদ সদস্য স্টেলা ক্রিসি এক বিবৃতিতে বলেন, ‘ উড স্ট্রিটে একটি গুরুতর ঘটনা ঘটেছে। একজন কিশোর ছুরিকাহত হয়েছে—আমি এখনো তার অবস্থা জানার অপেক্ষায় আছি।’

এখন পর্যন্ত একজন কিশোর গ্রেপ্তার হয়েছে এবং আরও এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক উদ্বেগ ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্রঃ মেট্রো

এম.কে
১৭ মে ২০২৫

আরো পড়ুন

এনএইচএসকে সহায়তায় লন্ডনে ২০০ সেনা সদস্য

অনলাইন ডেস্ক

ব্রিটেনের ১০ শতাংশ কিশোর হার্ড ড্রাগসের শিকার

নিউজ ডেস্ক

রানির কুচকাওয়াজে বাধা দেওয়ায় গ্রেফতার ২