3.4 C
London
February 5, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের প্রধান নিরীক্ষক ‘ইলন মাস্কের কাছ থেকে শিখতে প্রস্তুত’

যুক্তরাজ্যের ন্যাশনাল অডিট অফিস (NAO)-এর প্রধান গ্যারেথ ডেভিস বলেছেন, তিনি ইলন মাস্কের যুক্তরাষ্ট্রের “সরকারি দক্ষতা বিভাগ” থেকে শিখতে আগ্রহী। একই সাথে তিনি সতর্ক করে বলেছেন যে, NHS (ন্যাশনাল হেলথ সার্ভিস) এবং বিশেষ শিক্ষাগত চাহিদা (SEN) খাতের অর্থায়ন ব্যবস্থা ক্রমান্বয়ে অটেকসই হয়ে উঠছে।

গ্যারেথ ডেভিস বলেন তার সংস্থা আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশের সাথে তুলনামূলক বিশ্লেষণ করছে, বিশেষ করে হোয়াইটহল-এর বিভিন্ন বিভাগের ব্যয় যাচাই করার জন্য।

এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পের অধীনে সরকারি খরচ কমানোর লক্ষ্য নিয়ে গঠিত ইলন মাস্কের “Doge” নামক নতুন বিভাগ সম্পর্কে জানতে চাইলে —ডেভিস বলেন,
“আমি অবশ্যই আগ্রহী। দেখা যাক কী ঘটে এবং এর থেকে কী শেখা যায়। যদি সরকারের অগ্রাধিকারের কাজগুলো চালিয়ে যেতে গিয়ে বড় ধরনের সাশ্রয় করা সম্ভব হয়, তবে অবশ্যই আমরা জানার চেষ্টা করব সেটি কীভাবে করা হচ্ছে।”

উল্লেখ্য, মাস্ক সম্প্রতি নিউইয়র্কে এক সমাবেশে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্রের সরকারি খরচ থেকে “অন্তত ২ ট্রিলিয়ন ডলার” সাশ্রয় করা সম্ভব অপচয় বন্ধের মাধ্যমে।

যদিও যুক্তরাজ্যের ন্যাশনাল অডিট অফিস সরাসরি কোনো নির্বাহী ভূমিকা পালন করে না। তবে এটি সরকারি ব্যয় তদারকি করে এবং অপচয়ের দিকগুলো চিহ্নিত করে। ডেভিস বলেন, সংস্থার সুপারিশের ফলে ইতোমধ্যে বছরে প্রায় £৩ বিলিয়ন সাশ্রয় সম্ভব হয়েছে।

সংসদে বার্ষিক বক্তব্যে ডেভিস বলেন, যুক্তরাজ্যের সরকারি খাত সামগ্রিকভাবে উৎপাদনশীলতার অভাবে ভুগছে। ক্রমবর্ধমান চাহিদা এবং ব্যয়ের কারণে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাচ্ছে না, যা মূলগত সংস্কারের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

তিনি জোর দিয়ে বলেন:
“উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সঠিকভাবে আমাদের অগ্রাধিকারের শীর্ষে থাকা উচিত। এটি রুটিন কাজের সময় কমাতে স্পষ্টভাবে সহায়ক।”

গ্যারেথ ডেভিস আরও বলেন:
“ যুক্তরাজ্যের ন্যাশনাল অডিট অফিসের প্রতিবেদনে দেখা গেছে, এই খাতগুলোর অর্থায়ন ব্যবস্থা ক্রমান্বয়ে অটেকসই হয়ে উঠছে । NHS-এর চাহিদা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যা দেশের অর্থায়নের সামর্থ্যকে ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ শিক্ষা চাহিদার বাজেট দ্বিগুণ করা হয়েছে, কিন্তু এর ফলাফলের মান দ্বিগুণ হয়নি। এই ধরনের অর্থনৈতিক কাঠামো যদি এভাবে চলতে থাকে, তবে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে।”

ডেভিসের মতে, উৎপাদনশীলতার পাশাপাশি ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বাড়ানোও জরুরি।
“বিশেষ করে মহামারির পর থেকে আমরা দেখতে পেয়েছি যে, পূর্বপ্রস্তুতি না থাকলে বিপুল অর্থ অপচয় হয় এবং নাগরিক সেবায় ব্যাঘাত ঘটে। এটি হতে পারে মহামারি, চরম আবহাওয়া বা সাইবার আক্রমণের মতো ঘটনায়।”

তিনি আরও বলেন:
“এই প্রমাণগুলো একই জিনিস নির্দেশ করে: আমাদের জাতীয় এবং স্থানীয় পর্যায়ে আরও ভালোভাবে প্রস্তুত থাকতে হবে, সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট গড়ে তুলতে হবে এবং নতুন তথ্য ও পরিস্থিতির সাথে দ্রুত এবং কার্যকরভাবে খাপ খাইয়ে নিতে হবে।”

একজন সরকারি মুখপাত্র বলেন:
“কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সরকারি সেবাকে রূপান্তরিত করার বিশাল সম্ভাবনা রাখে। আমাদের ছয় দফা পরিকল্পনা প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবাকে উন্নত করবে, AI-এর দায়িত্বশীল ব্যবহারকে উৎসাহিত করবে, এবং নাগরিক সেবা প্রদানে উৎপাদনশীলতা বাড়াবে।”

সরকারি মুখপাত্র আরও বলেন,
“ Gov.uk Wallet এবং বিভিন্ন AI টুল, যা প্রশাসনিক প্রক্রিয়া সহজতর করবে, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এবং বিভিন্ন বিভাগে উৎপাদনশীলতা বৃদ্ধি করবে।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৫ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে কলেজ ছাত্রদের মধ্যে বাড়ছে যৌনশক্তি বৃদ্ধির ওষুধের কদর

আফগানিস্তানকে পুরোপুরি বদলে দেয়ায় তালেবান সরকারের প্রশংসায় ব্রিটিশ এমপি

ইসরায়েলের হামলা নিয়ে ইরানের ভিন্ন তথ্য