ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের প্রেস্টন শহরের সেন্ট পলস রোডে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট ‘চাই স্টপ (Chaii Stop)’-এ গ্রাহকদের জন্য চালু হয়েছে এক অভিনব অফার। এখানে খাবার খাওয়ার সময় যদি কেউ নিজের মোবাইল ফোন একটি নির্দিষ্ট “ফোন জেলে” রেখে দেন, তাহলে তারা বিলের উপর পাবেন ২০ শতাংশ ছাড়।
রেস্টুরেন্টটির মালিক উসমান হুসেইন জানান, তার এই উদ্যোগের মূল লক্ষ্য মানুষকে প্রযুক্তির বাঁধন থেকে সাময়িক মুক্তি দিয়ে বাস্তব আলাপচারিতায় ফিরিয়ে আনা। তিনি বলেন, “আমি চাই মানুষ এখানে এসে হাসুক, গল্প করুক, সংযোগ অনুভব করুক— যেন রিংটোন বা নোটিফিকেশন নয়, কণ্ঠ আর হাসির শব্দেই ভরে ওঠে পরিবেশ।”
উসমানের এই ভাবনা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে “ডিজিটাল ডিটক্সের মজার উপায়” বলে প্রশংসা করছেন। কেউ বন্ধুদের চ্যালেঞ্জ দিচ্ছেন— কে বেশি সময় ফোন ছাড়াই থাকতে পারে, আবার কেউ ভিডিও করে রাখছেন ফোন জেলে রাখার মুহূর্তটি। সোশ্যাল মিডিয়াতেও এই উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
‘চাই স্টপ’ এখন শুধু চায়ের দোকান নয়, বরং এক ধরনের “নো-ফোন জোন” অভিজ্ঞতা কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষত তরুণ প্রজন্ম এই নতুন ভাবনাটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এক গ্রাহক বলেন, “ফোন ছাড়া খেতে বসাটা প্রথমে অদ্ভুত লাগলেও পরে বুঝলাম, বন্ধুদের সঙ্গে গল্প করাই ছিল আসল আনন্দ।”
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে