4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের বোর্নেমাউথ কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৫ জনের বেশি ছুরিকাহত

যুক্তরাজ্যের বোর্নেমাউথে একটি কলেজে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা সংগঠিত হবার খবর পাওয়া গিয়েছে। এই ঝগড়াকে কেন্দ্র করে গণ-ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছুরির আঘাতের কারণে পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর বোর্নেমাউথে পুলিশ বাহিনীর সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিটির পুলিশ বাহিনী জানিয়েছে, ঝগড়ায় ছুরি নিয়ে আঘাত করার অভিপ্রায়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডরেস্ট পুলিশ জানায়, পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল যাদের মাঝে একজনের আঘাত গুরুতর তবে প্রাণঘাতী নয়।

পুলিশ কর্তৃপক্ষ তাদের তদন্ত চালিয়ে যাওয়ার স্বার্থে বিশাল কর্ডন দিয়ে পুরো এলাকা ঘিরে রেখেছে বলে জানা যায়। বোর্নেমাউথ অ্যান্ড পুল কলেজের একজন মুখপাত্র বলেন, ক্যাম্পাসে অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং পুলিশ বর্তমানে উপস্থিত রয়েছে। কলেজ কর্তৃপক্ষ পুলিশ বিভাগকে তাদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। এই ঘটনা কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায় নাই। যেহেতু আইনের বিষয় এবং পুলিশ বিষয়টি দেখছে তাই এই বিষয়ে মন্তব্য করাও উচিত নয় বলে তিনি জানান।

উল্লেখ্য বোর্নেমাউথ অ্যান্ড পুল কলেজের ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থী রয়েছে। যা এই এলাকার একটি বৃহৎ এবং উচ্চতর শিক্ষামূলক কলেজ বলে জানা যায়।

সূত্রঃ দ্য সান

এম.কে
২৬ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

লিভারপুলে লাইট সুইচ-অন উৎসবে কিশোরীকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী হওয়ার চূড়ান্ত দৌড়ে সুনাক ও ট্রাস

স্বেচ্ছামৃত্যুর বিলে সমর্থন যুক্তরাজ্যে, আইন হতে পারে শিগগিরই