4.7 C
London
December 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ব্রিস্টলে অ্যান্টি-ইমিগ্রেশন বিক্ষোভে পুলিশের ওপর হামলা, পাঁচজন গ্রেফতার

ব্রিস্টলে অভিবাসনবিরোধী বিক্ষোভ ও পাল্টা-বিক্ষোভ ঘিরে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ায় পাঁচজনকে গ্রেফতার করেছে অ্যাভন অ্যান্ড সমারসেট পুলিশ। বিক্ষোভ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় একজন কর্মকর্তা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার রেডক্লিফ এলাকার মেরকিউর হোটেলের বাইরে এই উত্তেজনা সৃষ্টি হয়। আশ্রয়প্রার্থীদের অবস্থানরত এই হোটেলের সামনে “ব্রিস্টল প্যাট্রিয়টস” নামে পরিচিত একটি অ্যান্টি-ইমিগ্রেশন গোষ্ঠীর প্রায় ৭৫ সদস্য জড়ো হয়। তাদের মুখোমুখি দাঁড়ায় প্রায় ৩৫০ পাল্টা-বিক্ষোভকারী, যারা শুরুর পর থেকেই উত্তেজনা ছড়াচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার আগে থেকেই শহরজুড়ে “মেরকিউরকে রক্ষা করো” শ্লোগানে পোস্টার লাগানো হয়েছিল, যা উত্তেজনা আরও বাড়ায়। বিক্ষোভ নিয়ন্ত্রণে প্রায় ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে তৎপরতা সত্ত্বেও পরিস্থিতি সহিংস হয়ে ওঠে এবং পাল্টা-বিক্ষোভকারীদের একটি অংশ ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে পুলিশের অভিযোগ।

চিফ ইনস্পেক্টর কিথ স্মিথ বলেন, “দুই পক্ষের বিক্ষোভকে আলাদা রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। কিন্তু কর্মকর্তাদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও অনেকে ব্রিস্টলের কেন্দ্রীয় অঞ্চল থেকে সরে যাওয়ার নির্দেশ পেয়েছে।”

এদিকে আহত কর্মকর্তার শারীরিক অবস্থার আপডেট এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশেষ বিচ্ছুরণ আদেশ ও অতিরিক্ত ক্ষমতার প্রয়োগ রাত ১০টা পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

বিধিনিষেধ তুলে ব্রিটেনের ‘স্বাধীনতা দিবস’ নিয়ে আলোচনা-সমালোচনা

অনলাইন ডেস্ক

পুরনো মোবাইল-ল্যাপটপ থেকে সোনা বের করবে রয়্যাল মিন্ট

অনলাইন ডেস্ক

রোগের নাম ‘১০০ দিনের কাশি’! ঠান্ডা পড়তেই হু হু করে ছড়াচ্ছে ব্রিটেনে