11.2 C
London
December 21, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ব্ল্যাকওয়েল ও সিলভারটাউন টানেলে যুক্ত হচ্ছে নতুন টোল

যুক্তরাজ্যের ব্ল্যাকওয়েল ও সিলভারটাউন টানেলে নতুন টোল যুক্ত হতে যাচ্ছে। নতুন টোলের আওতায়
গাড়ি চালকদের তাদের যানবাহনকে টিএফএল অটো পে ব্যবস্থার আওতায় নিবন্ধন করতে হবে। নতুন টোলের আওতায় অফ-পিক সময়ে দেড় পাউন্ড ও পিকের সময়ে ৪ পাউন্ড হারে চার্জ পরিশোধ করতে হবে।

ট্রান্সপোর্ট ফর লন্ডন ইতিমধ্যে ২০২৫ সাল থেকে টেমসের নীচে ব্ল্যাকওয়াল এবং সিলভারটাউন টানেলের ব্যবহারের জন্য প্রত্যাশিত টোলের চার্জ ঘোষণা করেছে।

সিলভারটাউন টানেলের অবস্থান পূর্ব লন্ডনের ব্ল্যাকওয়াল টানেলের ঠিক পূর্বদিকে। এটি টেমস নদীর নীচে দিয়ে চলে গিয়েছে যা দক্ষিণ লন্ডনের উত্তর গ্রিনউইচ অঞ্চলকে পূর্ব লন্ডনের রয়্যাল ডকের পশ্চিমে সিলভারটাউন অঞ্চলের সাথে সংযুক্ত করেছে।

টোল চার্জকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে বলে তথ্যমতে জানা যায়। সকাল ৬ টা থেকে ১০ টার মধ্যে, গাড়ি চালকরা ক্রসিংয়ের জন্য প্রতিবারে ১.৫০ পাউন্ড চার্জ প্রদান করতে হবে। যা সপ্তাহের সাত দিন প্রযোজ্য। তবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রতিবারের জন্য ৪ পাউন্ড চার্জ নির্ধারণ করা হয়েছে। রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কোনও চার্জ থাকবে না।

সিলভার্টাউন টানেলের মতো ব্ল্যাকওয়াল টানেলের চার্জও ঠিক একই রকমভাগ নির্ধারণ করা হয়েছে।

লন্ডন মেয়র সাদিক খান বলেন, “ স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা বর্তমানে ব্ল্যাকওয়াল টানেলের আশেপাশের অঞ্চলে দীর্ঘস্থায়ী যানজট এবং দূষণের মুখোমুখি। ২০২৫ সাল হতে যখন নতুন টানেল ব্যবহারের জন্য খোলে দেয়া হবে তখন যানজট কমে আসবে। যার ফলে পূর্ব লন্ডনে যাতায়াত যানজট মুক্ত হবে এবং আরও দ্রুত,নির্ভরযোগ্য ভ্রমণ সরবরাহ করতে সহায়তা করবে। ”

টিএফএল বলেছে, সকল গাড়িচালকদের টিএফএল এর অটো পে সিস্টেমের সাথে তাদের যানবাহনগুলিকে নিবন্ধন করতে হবে, যা ইতিমধ্যে কনজেশন চার্জ এবং ইউলেজ (অতি-নিম্ন নির্গমন অঞ্চল) এর জন্য ব্যবহৃত হচ্ছে। টিএফএল জানায় ইতিমধ্যে প্রায় ১.৩ মিলিয়ন গাড়ি নিবন্ধিত রয়েছে তাদের সিস্টেমে। এর অর্থ হ’ল টোলটি স্বয়ংক্রিয়ভাবে ড্রাইভারের ডেবিট বা ক্রেডিট কার্ড হতে চার্জ কেটে নিবে। যে ড্রাইভাররা তাদের যানবাহন নিবন্ধন করবেন না তাদেরকে প্রতিবার ৪ পাউন্ড করে চার্জ করা হবে।

উল্লেখ্য যে, ব্ল্যাকওয়াল টানেল দিয়ে প্রায় ১ লাখ যানবাহন প্রতিদিন চলাচল করবে। যার কারণে প্রায় অর্ধেক যানজট কমে আসবে। সাইক্লিস্টদের ব্ল্যাকওয়াল টানেলের মাধ্যমে চলাচল করার অনুমতি নেই এবং সুরক্ষার কারণে তাদেরকে সিলভারটাউন টানেলের মধ্য দিয়েও চলাচলের অনুমতি দেওয়া হবে না।

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে
১২ জুলাই ২০২৪

আরো পড়ুন

ই-সিগারেট বা ভ্যাপের ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ছে যুক্তরাজ্যের স্কুল শিশুরা

নিউজ ডেস্ক

ক্রিসমাসে বিধিনিষেধ শিথিল: প্রাণের ঝুঁকিতে ব্রিটেনবাসী!

নিউজ ডেস্ক

পাসওয়ার্ড শেয়ারিংয়ে চার্য করবে নেটফ্লিক্স