যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ সুপারমার্কেট চেইন মরিসনস নতুন করে স্বাস্থ্যসেবার বাজারে পা রেখেছে। প্রতিষ্ঠানটি এবার ওজন কমানোর জন্য ‘মাউঞ্জারো’ নামের তিরজেপাটাইড ইনজেকশন সরবরাহ শুরু করেছে, যার মাসিক সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়েছে £১২৯। অফার শেষ হলে এই খরচ বেড়ে হবে £১৫৯।
মরিসনস ক্লিনিক জানিয়েছে, ইনজেকশনটি সপ্তাহে একবার ব্যবহার করা যাবে এবং এর মাধ্যমে এক বছরে শরীরের ২০ শতাংশ পর্যন্ত ওজন কমানো সম্ভব। ক্লিনিক আরও জানায়, ব্যবহারকারীদের পূর্ব ও বর্তমান চিকিৎসা ইতিহাস বিশ্লেষণ করে তবেই প্রেসক্রিপশন দেওয়া হবে, এবং প্রতিমাসে তাদের মেডিকেল পর্যবেক্ষণ চলবে।
ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, এই সেবার নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ ফার্মাসিস্টরা, যারা অনলাইনে ওষুধ পরামর্শ ও সরবরাহে বিশেষভাবে প্রশিক্ষিত। কোম্পানির ভাষ্য মতে, “আপনার স্বাস্থ্যসেবা রয়েছে নিরাপদ হাতে।”
তবে মরিসনসের এই নতুন পদক্ষেপ ইতোমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই সুপারমার্কেটের নীতিকে দ্বিচারিতা হিসেবে উল্লেখ করছেন। কেউ লিখেছেন, “দোকান প্রথমে আপনাকে মোটা বানায়, তারপর মোটা থেকে শুকাতে বিশাল অঙ্কের টাকা চায়।” আরেকজন বলেন, “এটা কি ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন? যারা প্রক্রিয়াজাত খাবার বেচে, তারা এখন ওজন কমানোর ক্লিনিক চালাবে?”
এত সমালোচনার মাঝেও মরিসনস তাদের অবস্থানে অটল। তারা দাবি করেছে, ওজন ব্যবস্থাপনার ওষুধ প্রেসক্রিপশন এবং বিতরণে তারা সম্পূর্ণরূপে দায়িত্বশীল ও পেশাদার।
ওজন কমানোর ইনজেকশন ছাড়াও মরিসনস ক্লিনিক যৌন স্বাস্থ্য এবং অন্যান্য সাধারণ সমস্যার চিকিৎসাসেবা দিচ্ছে। এর মধ্যে রয়েছে প্রিম্যাচিউর ইজাকুলেশন (£২৬.৯৯), অ্যাকনে (£৩৬.৯৯), অ্যাসিড রিফ্লাক্স (£১৭.৯৯), ইরেকটাইল ডিসফাংশন (£১৩), এবং মাইগ্রেন (£১৫.৯৯)-এর চিকিৎসা।
মরিসনসের এই স্বাস্থ্যসেবা উদ্যোগকে কেউ কেউ যুগোপযোগী পদক্ষেপ মনে করলেও, অনেকেই এতে সুপারমার্কেটের লাভবান হওয়ার ফাঁদ দেখছেন। স্বাস্থ্য নিয়ে এই বাণিজ্যিক মডেল ভবিষ্যতে নৈতিকতা ও জনস্বাস্থ্য বিষয়ে আরও বড় বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্রঃ দ্য সান
এম.কে
২১ জুলাই ২০২৫