9.2 C
London
December 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের রেস্তোঁরায় অবৈধ কর্মী নিয়োগ করায় লাইসেন্স হারালো প্রতিষ্ঠান

যুক্তরাজ্যের একটি রেস্তোরাঁ অবৈধ কর্মীদের কাজ দেয়ার কারণে লাইসেন্স হারিয়েছে। ইমিগ্রেশন অফিসাররা ডার্লিংটনের টি,এ,ও এশিয়ান স্ট্রিট ফুডের দোকান ও আরো একটি রেস্তোরাঁয় হানা দেয়। উক্ত স্ট্রিট ফুডের দোকান ও অন্য রেস্তোরাঁয় তারা অবৈধভাবে কাজ করা লোকদের দেখতে পান।

স্ট্রিট ফুডের দোকান ও রেস্তোরাঁয় অবৈধ শ্রমিক কাজে নিয়োগ দানের কারণে তাদের অ্যালকোহল বিক্রির লাইসেন্সও জব্দ করে কাউন্সিল বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়।

ইমিগ্রেশন অফিসাররা জুলাই মাসে ডার্লিংটনের বামবুদদা এবং টি,এ,ও এশিয়ান স্ট্রিট ফুড পরিদর্শন করেছিলেন এবং ছয়জনকে উক্ত সাইটে অবৈধভাবে কাজ করতে তারা দেখতে পান।

তদন্তকারীরা জানিয়েছেন, ব্ল্যাকওয়েলগেটের টি,এ,ও স্ট্রিট ফুডের দোকানে তারা অবৈধভাবে ইউকেতে বসবাসকারী একজন মা ও তার সাথে একটি নাবালক শিশু খুঁজে পান।

বেনজামিন উ এবং তার ব্যবসায়িক পার্টনার বিচ থুই নুগেইন বলেছেন যে, তারা রান্নাঘরের কর্মীদের নিয়োগের জন্য দায়বদ্ধ নন। তাদের ব্যবসা বর্তমানে বিক্রির জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

লাইসেন্স পর্যালোচনা করতে গিয়ে হোম অফিস যুক্তিতে জানায়, লাইসেন্সধারী অর্থাৎ মালিকপক্ষের অনুমতি ব্যাতিরেকে কেউ প্রতিষ্ঠানে কাজ করতে পারে এটা অসম্ভব। অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে এবং তাদের ব্যবসায়ের উপরে ফ্ল্যাটে বসবাস করছে বলে আমরা প্রমাণ পেয়েছি।

অভিযানের পরে, ডারহাম পুলিশ জানায় যে প্রতিষ্ঠানের মালিকরা রেস্তোঁরাগুলির মালিকানা ও নাম পরিবর্তন করার জন্য কাজ করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

পুলিশ রেস্তোরাঁ মালিক মিঃ উ’য়ের ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করে এবং অভিযানের সময় পুলিশ অফিসারদের কাজে “বাঁধা” প্রদান করার চেষ্টার কথা রিপোর্টে জানায়। তবে রেস্তোরাঁ মালিক মিঃ বেনজামিন উ বলেন, অভিযানের সময় পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ব্যবহার আমাদের প্রতি বৈষম্যমূলক ছিল”।

তিনি আরও যোগ করেন, “আমরা এর আগে যুক্তরাজ্যে বিভিন্ন উন্নয়নে অবদান রেখেছি। চাকুরীর জন্য স্থান সৃষ্টি করেছি ব্যবসায়ের মাধ্যমে। স্থানীয় অর্থনীতিতে আমাদের অবদান রয়েছে।”

স্ট্রিট ফুড প্রতিষ্ঠানের মালিক মিসেস থু নুগুইন বলেন, অভাবী লোকদের জন্য খাদ্য ও আশ্রয় সরবরাহ করাকে সহায়তা প্রদান বলা যেতে পারে। এটা কিভাবে অন্যায় হয়? আমরা ইচ্ছাকৃতভাবে সঠিক কাগজপত্র ছাড়া কাউকে নিয়োগ দেইনি।

লাইসেন্সিং কমিটির চেয়ারম্যান সোনিয়া কেন মিঃ উ এবং মিসেস থুই নুগেইনকে জানান, ” আমরা মনে করি না যে উভয় রেস্তোরাঁর মালিকেরা কোনও রেস্তোঁরা চালানোর জন্য উপযুক্ত লোক।”

উল্লেখ্য যে, মঙ্গলবার ডার্লিংটন কাউন্সিল উভয় প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে দিয়েছে। উভয় রেস্তোঁরা তাদের লাইসেন্স বাতিল পর্যালোচনা করতে উপস্থিত হয়েছিল এবং তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে। তবে ডার্লিংটন কাউন্সিল কর্তৃক সকল যুক্তি বাতিল করে তাদের লাইসেন্স প্রত্যাহার করে নেওয়া হয়।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৪ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

বরিস জনসন কী ‘অর্থের বিনিময়ে প্রবেশের সংস্কৃতি’ তৈরি করেছে?

আইনে পরিবর্তন পুলিশকে ‘হত্যার লাইসেন্স’ দেবে, ব্রিটিশ মানবাধিকার সংগঠনগুলোর সতর্কবার্তা

যুক্তরাজ্যে ওজন কমানোর ইনজেকশন এনএইচএস-এ সহজলভ্য করতে চায় লেবার সরকার