TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের লুটনে বাস চালকরা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন

লুটনের স্টেজকোচ ইস্ট বাস অপারেটর তার চালকদের নারীর প্রতি সহিংসতা (VAWG) প্রতিরোধে এক বছরের প্রচেষ্টার জন্য উদযাপন করছে। ২০২৪ সালের শেষের দিকে, বাসগুলো আনুষ্ঠানিকভাবে এমন স্থান হিসেবে ঘোষণা করা হয় যেখানে নিপীড়নের ভয়ে ভীত কেউ নিরাপদ থাকতে পারবে। এটি সম্ভব হয়েছে কেমব্রিজশায়ার ও পিটারবারো পুলিশ অথরিটি এবং কেমব্রিজ ও পিটারবারো রেপ ক্রাইসিস সেন্টারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে, যা Businesses Against Abuse (BAA) প্রকল্পের অংশ।

 

প্রকল্পের অধীনে, চালকরা প্রশিক্ষণ পেয়েছেন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে এবং তাদের সহায়তার জন্য নির্দেশনা পেতে। কোনো চালক যদি অনুভব করেন যে কোনো নারী বা মেয়ে রাস্তার ওপর নিপীড়নের শিকার হতে পারে, তারা বাস থামিয়ে তাকে সাহায্য প্রয়োজন কিনা জিজ্ঞাসা করতে পারবেন এবং প্রয়োজনে তাকে রুটের নিরাপদ স্থানে নিয়ে যেতে পারবেন।

প্রকল্পের প্রথম বছর উপলক্ষে স্টেজকোচ ইস্টের ম্যানেজিং ডিরেক্টর ড্যারেন রো বলেন, “এক বছর পরও আমরা আগের বার্তাটি পুনর্ব্যক্ত করি: আপনার স্থানীয় বাস একটি নিরাপদ স্থান। নিপীড়নের ভয়ে যেকেউ বাসে বা বাস দেখে চালকের কাছে নিজেকে পরিচয় করাতে পারেন, এবং চালক সাহায্য করবেন। গত ১২ মাসে চালকরা বহু ক্ষেত্রে হস্তক্ষেপ করেছেন—মহিলাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া, নির্যাতনকারী থেকে তাদের রক্ষা এবং সরাসরি হুমকি প্রতিরোধ করা—যার মধ্যে একজন অপরাধী গ্রেপ্তারও হয়েছিল।”

উল্লেখ্য যে, স্টেজকোচ ইস্টের সব বাসের প্রবেশদ্বারে BAA স্টিকার ও QR কোড প্রদর্শিত রয়েছে, যা এগুলোকে নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত করে। এছাড়াও, বাসগুলিতে একাধিক ক্যামেরা রয়েছে, যা সহিংসতার ঘটনাকে রেকর্ড ও রিপোর্ট করার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে।

সূত্রঃ লুটন টুডে

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে পিআইপি পরিবর্তনের পরও ব্লু ব্যাজ ও অন্যান্য সুবিধা বহাল থাকবেঃ ডিডব্লিউপি

ইইউ থেকে বেরিয়ে যাওয়ার দীর্ঘদিন পর সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন

রোগীর সাথে ভিজিটর নিষিদ্ধ করলো লন্ডনের একটি হাসপাতাল