2.3 C
London
January 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ল্যাম্বেথ কাউন্সিলের চিফ এক্সিকিউটিভকে গ্রেফতার

যুক্তরাজ্যের ল্যাম্বেথ কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার বায়ো ডসুনমুকে মাদক ও ড্রাইভিং জনিত অপরাধের কারণে গ্রেফতার করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে প্রকাশ পায়।

বায়ো ডসুনমু লেবার পার্টি পরিচালিত স্থানীয় কর্তৃপক্ষের প্রধান হিসাবে কাজ করেন। তার বাৎসরিক বেতন প্রায় ১,৮৫,০০০ পাউন্ড বলে নিশ্চিত করেছে গণমাধ্যম।

গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যাওয়ার অভিযোগে ল্যাম্বেথ কাউন্সিলের প্রধান নির্বাহীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাছাড়া তার বিরুদ্ধে ড্রাগ সেবন ও ড্রিংকিং ড্রাইভিংয়ের অভিযোগও আনা হয়েছে।

রবিবার সেন্ট্রাল লন্ডন হতে বায়ো ডসুনমুকে গ্রেপ্তার করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ ৪৬ বছর বয়সী বায়ো ডসুনমুর উপর সড়ক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া, অ্যালকোহল সেবক করে ড্রাইভিং এবং ক্লাস “এ” ড্রাগ নেওয়ার অভিযোগ দাখিল করেছে। তাছাড়া কোনো ধরনের বীমা ছাড়াই গাড়ি চালানোর মতো মারাত্মক অভিযোগে দুষ্ট হোন এই কর্মকর্তা।

গত সোমবার তার নামে অভিযোগ দায়ের করা সম্পন্ন হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার, ০১ আগস্ট ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস আদালতে তাকে হাজির করার কথা রয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

ল্যাম্বথ কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, “ল্যাম্বেথ কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ বায়ো ডসুনমু বর্তমানে কাজ থেকে দূরে রয়েছেন। তাছাড়া কাউন্সিল অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তার জায়গায় অন্য কর্মকর্তাকে নিয়োগের কথাও রয়েছে।”

উল্লেখ্য যে, বায়ো ডসুনমু হোমস অ্যান্ড কমিউনিটিস এজেন্সির সহকারী প্রধান নির্বাহী হিসাবে ২০১৯ সাল পর্যন্ত কাজ করেছিলেন। ২০১৯ সালে ল্যাম্বেথ কাউন্সিলে তিনি যোগদান করেন। ডসুনমু ওয়েলশ সরকার এবং অলিম্পিক কর্তৃপক্ষ সহ একাধিক সিভিল সার্ভিসেস অফিসে গুরুত্বপূর্ণ ভূমিকায় সিনিয়র স্তরেও দায়িত্ব পালন করেছেন।

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে
২৭ জুন ২০২৪

আরো পড়ুন

বিলেতের প্রপার্টি মার্কেটের অস্থিরতা

ব্রিটেনে নির্বাচনে বড় ব্যবধানে হারবে ঋষি সুনাকের দল: জরিপ

বন্ধ হতে পারে গোটা একটি টিউব লাইন!