3.2 C
London
January 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের সাবেক উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ মেটা ছাড়লেন

যুক্তরাজ্যের সাবেক উপ-প্রধানমন্ত্রী এবং মেটার বৈশ্বিক সম্পর্কের বর্তমান সভাপতি নিক ক্লেগ ছয় বছর পর প্রতিষ্ঠানটি ছেড়ে চলে যাচ্ছেন।

নিক ক্লেগ ফেসবুকে একটি পোস্টে লেখেন, “এটি সত্যিই আজীবনের এক অসাধারণ অভিজ্ঞতা ছিল!” প্রতিষ্ঠানের ভেতরে দলগুলোকে নেতৃত্ব এবং সহযোগিতা করার মাধ্যমে উদ্ভাবনের সঙ্গে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং নতুন ধরনের শাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য যা করতে পেরেছি, তাতে আমি গর্বিত।”

ক্লেগ ২০১৮ সালে ফেসবুকের প্যারেন্ট কোম্পানিতে যোগ দেন বৈশ্বিক সম্পর্ক এবং যোগাযোগের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে। তখন কোম্পানিটি ক্যামব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারি এবং ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এর ভূমিকা নিয়ে তীব্র নজরদারির মুখে ছিল। ২০২২ সালে তিনি প্রধান নীতি প্রণেতার পদে উন্নীত হন, ফেসবুক ওভারসাইট বোর্ড প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পর। এই বোর্ড সামাজিক নেটওয়ার্কের মডারেশন নীতিমালা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

উল্লেখ্য যে, ক্লেগের স্থলাভিষিক্ত হচ্ছেন তার ডেপুটি জোয়েল কাপলান। কাপলান পূর্বে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে নীতি সংক্রান্ত ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন।

ক্লেগের উত্তরসূরি কাপলান রক্ষণশীল নিউজ সাইট দ্য ডেইলি কলার-এর ফ্যাক্ট-চেকিং বিভাগে ফেসবুকের অংশীদারিত্বকে উৎসাহিত করেছিলেন, যা মূলধারার সংবাদ সংস্থাগুলোর সঙ্গে কোম্পানির সহযোগিতায় রিপাবলিকানদের উদ্বেগের জবাব ছিল।

ক্লেগের পোস্টের প্রতিক্রিয়ায় মেটার সিইও মার্ক জাকারবার্গ তাকে ধন্যবাদ জানিয়ে কাপলানের নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লেখেন, “আপনি মেটার কণ্ঠ ও মূল্যবোধকে বিশ্বব্যাপী তুলে ধরতে এবং আমাদের এআই ও মেটাভার্সের ভিশনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০১ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

অনিবন্ধিত অভিবাসী সন্দেহে হোম অফিস কর্মী গ্রেফতার

নাইটাজিন সেবন করে যুক্তরাজ্যের রাস্তায় মানুষ মারা যাচ্ছে

সদর দফতর বিক্রি করবে ব্রিটিশ এয়ারওয়েজ!

অনলাইন ডেস্ক