TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী গ্রেপ্তার

যুক্তরাজ্যে লেবার পার্টির সাবেক এমপি ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী আইভর ক্যাপলিনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) একটি অপারেশনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।

আইভর ক্যাপলিন ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত পূর্ব সাসেক্সের এমপি ছিলেন। শনিবার ব্রাইটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উজ্জ্বল লাল রঙের ক্যাপ মাথায় কালো টি-শার্ট পরিহিত ৬৬ বছর বয়সী ওই ব্যক্তিকে দুই পুলিশ কর্মকর্তা ঘিরে আছেন। তার হাতে হাতকড়া দেখা যায়।

সাসেক্স পুলিশের এক মুখপাত্র বলেন, ব্রাইটনে এক ব্যক্তিকে এক শিশুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের সন্দেহে আটক করা হয়েছে। বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন।

যদিও আইভর ক্যাপলিন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে তাকে লেবার পার্টি থেকে বরখাস্ত করা হয়।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
১২ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

আইসিইউতে থাকা ৯০% রোগীই ‘আনবুস্টেড’: বরিস জনসন

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের ফার্স্ট টাইম বায়ারদের জন্য অর্ধেক দামে বাড়ি!

অনলাইন ডেস্ক

টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোঃ দ্য টাইমস