TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের সাবেক ফুটবলার ওয়েন রুনির এ কেমন কান্ড

যুক্তরাজ্যের সাবেক ফুটবলার ওয়েন রুনিকে লন্ডনের মেরিলেবোন ও মেফেয়ারের এক রাস্তায় দেয়ালের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখা গেছে। তিনি বর্তমানে বিবিসি স্পোর্টসের হয়ে এফএ কাপের বিশ্লেষক হিসেবে কাজ করছেন বলে জানা যায়।

ইংল্যান্ডের কিংবদন্তি ওয়েন রুনি ক্যামেরায় অপ্রস্তুত অবস্থায় ধরা পড়েন, যখন তিনি দেয়ালের পাশে প্রস্রাব করছিলেন।

তথ্যসূত্রে জানা যায়, ম্যানচেস্টার ইউনাইটেড এবং এভারটনের প্রাক্তন তারকা লন্ডনে ঘটনার রাতে টয়লেট ব্যবহারের জন্য মরিয়া হয়ে পড়েছিলেন। তিনি তার কয়েকজন বন্ধুর সঙ্গে তখন রাস্তায় দাঁড়িয়েছিলেন। তবে ওয়েন রুনির প্রকাশ্যে প্রস্রাব করার এটি প্রথম ঘটনা নয়। ২০১৩ সালে ম্যানচেস্টারে তাকে এমন অবস্থায় আগেও দেখা গিয়েছিল।

এছাড়াও, ফটোগ্রাফাররা তাকে বেশ কয়েকবার ঝোপের পাশে মূত্রত্যাগ করতে ধরেছেন। এবার রুনি লন্ডনের এক পথচারীর সামনেই এ কাজ করলেন।

ওয়েন রুনি ও তার বন্ধুরা মেরিলেবোনের এক্সক্লুসিভ নেস্ট রুফটপ বারে কয়েক ঘণ্টা কাটিয়েছিলেন। এরপর তারা মেফেয়ারের বিলাসবহুল নভিকভ রেস্তোরাঁয় রাতের খাবার ও আরও পানীয় উপভোগ করেন। তারা রাত ২টার দিকে রেস্তোরাঁ থেকে বের হন।

যুক্তরাজ্যে রাস্তার পাশে প্রস্রাব করা একটি অপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে এটি নির্ভর করে পরিস্থিতির ওপর। যুক্তরাজ্যের প্রতিটি শহর ও এলাকায় আলাদা স্থানীয় আইন রয়েছে।

তবে এটি পাবলিক অর্ডার আইন লঙ্ঘন অপরাধের আওতায়ও পড়তে পারে। যা ১৯৮৬ সালের পাবলিক অর্ডার অ্যাক্ট বা ১৯৯০ সালের এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টের আওতায় অপরাধ হতে পারে।

উল্লেখ্য যে, রুনি সম্প্রতি বিবিসি স্পোর্ট এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে নিয়মিত বিশ্লেষক হিসেবে কাজ করছেন।

মিরর রুনির প্রতিনিধিদের কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে যদিও তারা কোনো ধরনের মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

সূত্রঃ মিরর

এম.কে
৩১ মার্চ ২০২৫

আরো পড়ুন

গ্রেট ব্রিটেনে এনার্জি বিল এপ্রিল থেকে ৫% বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস

লন্ডনে স্কুল ও মসজিদে ইসলামবিরোধী গ্রাফিতি এবং ভাঙচুর

এবার ব্রিটিশ রাজনীতিতে নজর মাস্কের, বিনিয়োগ করবেন ১০ কোটি ডলার