TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের সেন্ট আইভসের একমাত্র বৃদ্ধাশ্রমকে হোটেল নির্মাণের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ

যুক্তরাজ্যের সেন্ট আইভসের একমাত্র বৃদ্ধাশ্রম ট্রেউইডেন কেয়ার হোমকে ভেঙে ৯০ কক্ষবিশিষ্ট প্রিমিয়ার ইন হোটেল নির্মাণের সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

২০২৪ সালের মে মাসে কর্নওয়াল কাউন্সিল আবেদনটি বাতিল করলেও সম্প্রতি সরকারের পরিকল্পনা পরিদর্শক আপিলের মাধ্যমে সিদ্ধান্তটি উল্টে দিয়েছেন।

ফলে মাত্র ছয় মাসের মধ্যে ৩৯ জন বয়স্ক বাসিন্দাকে স্থানচ্যুত করার আশঙ্কা তৈরি হয়েছে।

আন্দোলনকারীরা সরাসরি ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারের কাছে আবেদন করেছেন যাতে তিনি নিজ দপ্তরের সিদ্ধান্ত ‘কল-ইন’ করে বাতিল করেন।

স্থানীয় লিবারেল ডেমোক্র্যাট এমপি অ্যান্ড্রু জর্জ আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হয়ে চিঠি হস্তান্তর করেছেন।

এমপি অ্যান্ড্রু জর্জ বলেন, “এই প্রকল্প স্থানীয় উন্নয়ন পরিকল্পনার সম্পূর্ণ পরিপন্থী। এটি অপ্রয়োজনীয়, অনুপযুক্ত ও স্থানীয়দের স্বার্থের পরিপন্থী।”

তিনি ডেপুটি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন যাতে ‘কল-ইন’ করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।

সরকারি পরিকল্পনা পরিদর্শক সিলভিয়া লিওনার্ড অবশ্য সিদ্ধান্তে বলেছেন, হোটেল নির্মাণে শহরের দৃশ্যমানতা ক্ষতিগ্রস্ত হবে না।

হুইটব্রেড গ্রুপের সম্পত্তি ব্যবস্থাপক লুইস উডরাফ বলেন, “আমরা সিদ্ধান্তে খুশি। এখন ট্রেউইডেন হোমের মালিকের সঙ্গে জমি ক্রয়ের বিষয়টি এগিয়ে নেব।”

সূত্রঃ এক্সপ্রেস

এম.কে
২৭ জুন ২০২৫

আরো পড়ুন

রোহিঙ্গাদের জন্য আরও ৭৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

ব্রেক্সিট ভোটের ৫ বছর পর ইইউতে বসবাসরত ব্রিটিশ নাগরিকরা সুবিধা হারাচ্ছেন

অনলাইন ডেস্ক

লন্ডনে ফ্ল্যাট থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার