7.3 C
London
April 27, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের স্কটল্যান্ডে বৈধভাবে সুযোগ দেয়া হবে মাদক সেবনের

হেরোইন এবং কোকেন সহ অবৈধ ড্রাগ ব্যবহারের জন্য যুক্তরাজ্যের প্রথম অফিসিয়াল কক্ষটি গ্লাসগোতে সরকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। অবৈধ ড্রাগ ব্যবহারে মৃত্যু ঝুঁকি কমাতে স্কটিশ সরকার এই ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম।

পাইলট প্রজেক্টটি গ্লাসগোর পূর্ব প্রান্তের একটি স্বাস্থ্য কেন্দ্রে চালু হতে যাচ্ছে। ড্রাগ ব্যবহারকারীরা প্রশিক্ষিত স্বাস্থ্য পেশাদারদের তত্ত্বাবধানে নির্দিষ্ট পরিমাণ মাফিক নেশাদ্রব্য সেবন করতে পারবেন বলে জানা যায়। এনএইচএস এবং কাউন্সিলের কর্মকর্তারা মিলিতভাবে গ্লাসগোর ইন্টিগ্রেশন জয়েন্ট বোর্ডে একটি অনলাইন সভার মাধ্যমে এই পরিকল্পনাগুলি অনুমোদন করেছেন।

স্কটিশ সরকারের অর্থায়নে প্রকল্পটি আগামী গ্রীষ্মের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে যাতে তিন বছরের জন্য মোট বাজেট ধরা হয়েছে ৭ মিলিয়ন পাউন্ড।

গ্লাসগো অ্যালকোহল অ্যান্ড ড্রাগ রিকভারি সার্ভিসেসের সহযোগী মেডিকেল ডিরেক্টর ডাঃ সকেট প্রিয়াদর্ষি বলেন, এই প্রকল্পটি ড্রাগে আসক্ত ব্যক্তিদের জন্য ড্রাগ-সম্পর্কিত ক্ষতিগুলি হ্রাস করবে এর মূল কারণ পেশাদার স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি। পাশাপাশি তাদের চিকিৎসা, যত্ন এবং ড্রাগ ছাড়ার জন্য মানসিকভাবে সাহায্য করার সুযোগ সৃষ্টি হবে।

এনএইচএস এবং গ্লাসগো সিটি কাউন্সিলের কর্মকর্তারা প্রকল্পের সুবিধার বিষয়ে একটি প্রতিবেদনে বলেন, “নিয়মিতভাবে গ্লাসগো সিটি সেন্টারের পাবলিক প্লেসে প্রায় ৫০০ লোক ড্রাগ ইনজেকট করত প্রতিদিন। এই সমস্যা অন্তত রোধ করা হল প্রকল্প চালুর মাধ্যমে।

কয়েক বছর ধরে এই ধারণাটি নিয়ে আলোচনা চলছিল বলে জানা যায় তবে স্কটল্যান্ডের সিনিয়র আইন কর্মকর্তা জানান এই ব্যবস্থা চালু করায় অবৈধ ড্রাগ ব্যবহারের কারণে ব্যবহারকারীদের বিরুদ্ধে আর মামলা করা যাবে না।

গ্লাসগোতে ড্রাগ গ্রহণের জন্য স্বাস্থ্য কেন্দ্রটি হান্টার স্ট্রিটে অবস্থিত যেখানে বর্তমানে ২৩ জন দীর্ঘমেয়াদী মাদক ব্যবহারকারী রয়েছেন যাদের বর্তমানে ফার্মাসিউটিক্যাল হেরোইন ব্যবহারের প্রেসক্রিপশন রয়েছে।

উল্লেখ্য যে ২০২০ সালে মাদকের জন্য ১,৩৩৯ টি মৃত্যুর খবর পাওয়া যায় যা ২০২১ সালে গিয়ে অল্প হ্রাস পেয়েছিল। ২০২২ সালে মাদক ব্যবহারের কারণে মৃত্যু হয় ১,০৫১ জনের। তবে এরপর হতেই পরিসংখ্যান অনুযায়ী মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছিল বলে জানায় সরকারের পরিসংখ্যান বিভাগ।

মাদকসেবনের জন্য গ্রাহক কক্ষ পরিকল্পনাটি স্কটিশ ন্যাশনাল পার্টি, লেবার ও লিবারেল ডেমোক্র্যাট রাজনীতিবিদদের দ্বারা সমর্থিত হলেও যুক্তরাজ্যের হোম অফিস জোর দিয়ে বলেছে যে “অবৈধ ওষুধ নেওয়ার কোনও নিরাপদ উপায় থাকতে পারে না”।

এম.কে
২৮ সেপ্টেম্বর ২০২৩

 

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাচ্ছেন ১ কোটি অভিবাসী

আল কোরআন নিয়ে যে কঠিন আইন পাশ করল ডেনমার্ক

রানির কুচকাওয়াজে বাধা দেওয়ায় গ্রেফতার ২