TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ১০৩ বছরের বেরিল কারঃ বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী স্বেচ্ছাসেবক হিসেবে গিনেস রেকর্ডে নাম

লন্ডনের ইলিং হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা ১০৩ বছরের বেরিল কার বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী স্বেচ্ছাসেবক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি নিয়মিতভাবে হাসপাতালের চিকিৎসক, নার্স, রোগী ও দর্শনার্থীদের সেবা দিয়ে আসছেন।

প্রতি সপ্তাহে একদিন বেরিল কার ইলিং হাসপাতালের ফ্রেন্ডস ক্যাফে-তে কাজ করেন। সেখানে তিনি ক্যাফের দায়িত্ব সামলানো ছাড়াও রোগী ও সেবাগ্রহীতাদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এত বছর ধরে তার আন্তরিক সেবার কারণে রোগী ও চিকিৎসক-নার্সদের কাছে তিনি এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

মানবসেবায় নিজের শতবর্ষী জীবন ব্যয় করা বেরিল কার জানিয়েছেন, বয়স নয়, বরং ইচ্ছাশক্তি ও ভালোবাসাই তাকে এখনো স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৫ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে আইনজীবীদের উপর আসছে কড়া নজরদারি

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের অবৈধ ডেলিভারি চাকুরি নিয়ে বিতর্ক

আবহাওয়া বিপর্যয়ে প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়তে পারে যুক্তরাজ্যসহ সমগ্র ইউরোপে