10.3 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে অনলাইন জালিয়াতি রোধে নতুন আইন করবে পরবর্তী সরকার

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন এগিয়ে আসছে সাথে সাথে লবি গ্রুপ পরবর্তী বিভিন্ন কার্যক্রম নিয়ে সরব হয়ে উঠেছে। লবি গ্রুপ লেবার ও কনজারভেটিভস সহ সকল রাজনৈতিক দল হতে প্রতিশ্রুতি চায় নতুন আর্থিক জালিয়াতি রোধক আইন প্রণয়ন করার জন্য। তথ্য প্রযুক্তির মাধ্যমে আর্থিক খাতের উপর জালিয়াতি বিস্তার লাভ করছে সমগ্র যুক্তরাজ্য জোরে। এই সময়ে এমন আইনের প্রতিশ্রুতি নিতে চায় যাতে প্রযুক্তি সংস্থাগুলো অর্থনৈতিক অপরাধ মোকাবেলায় শক্তিশালী ভুমিকা নিতে পারে। তাছাড়া জালিয়াতির শিকার ব্যক্তি বা প্রতিষ্ঠানদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা যায়।

যুক্তরাজ্যের ব্যাংকগুলিরও জালিয়াতির দ্বারা ক্ষতিগ্রস্থ গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আইনের মাধ্যমে বাধ্য করার প্রয়োজন বলে মনে করে লবি গ্রুপ। যুক্তরাজ্যে ফিনান্স পরিসংখ্যানের তথ্যানুসারে ২০২৩ সালে জালিয়াতির মাধ্যমে নষ্ট হওয়া ১.২ বিলিয়ন পাউন্ডের মধ্যে প্রায় ১ বিলিয়ন পাউন্ড ব্যাংকগুলি পরিশোধ করেছে।

যুক্তরাজ্যের ফিনান্স ডকুমেন্ট জানিয়েছে, ” জালিয়াতি এবং অর্থনৈতিক অপরাধের অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংস্থানগুলির আইনী সম্প্রসারণ প্রয়োজন। ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগ সংস্থাগুলিকে অর্থনৈতিক অপরাধ বন্ধে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। জালিয়াতি বন্ধের জন্য বছরে ৪০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হতে পারে যা উন্নত প্রযুক্তি এবং বিশেষজ্ঞ অফিসারদের পিছনে ব্যয় করা হবে।”

যুক্তরাজ্য সরকার গত বছর একটি অনলাইন জালিয়াতি রোধে সনদ ব্যবস্থা চালু করেছিল। প্রযুক্তি সংস্থাগুলি তাদের প্ল্যাটফর্ম এবং পরিষেবাদি জুড়ে জালিয়াতি হ্রাস করতে স্বেচ্ছায় সরকারের এই ব্যবস্থায় সম্মত হয়েছিল। তবে, যুক্তরাজ্যের ফিনান্স কর্পোরেশন চায় এই চুক্তিগুলি পরবর্তী সংসদের যে সরকারই আসে তারা যেনো আরো দৃঢ়ভাবে জালিয়াতি রোধে আইনে পরিনত করে।

উল্লেখ্য যে যুক্তরাজ্যের পরবর্তী সরকার নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। অনলাইন জালিয়াতি রোধ করা এর মাঝে অন্যতম। বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবসা বানিজ্য ও সকল ক্ষেত্রে বহুল প্রচলিত হয়ে পড়েছে। যার কারণে ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগ সংস্থাগুলিকে আইনের আওতায় এনে এই সকল জালিয়াতি রোধে কার্যকর ভুমিকা নেয়া হতে পারে উত্তম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
৩০ মে ২০২৪

আরো পড়ুন

পড়াশোনার নামে বিদেশি শিক্ষার্থীরা কাজ করতে আসে—দাবি ব্রিটিশ মন্ত্রীর

লন্ডনে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট

নিউজ ডেস্ক

আধুনিক দাসত্বের বিরুদ্ধে যুক্তরাজ্যের কঠোর অবস্থান

নিউজ ডেস্ক