10.9 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে অবৈধ কর্মী নিয়োগে ধরা, হ্যারো রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল

লন্ডনের হ্যারোতে অবস্থিত ভারতীয় রেস্টুরেন্ট মুম্বাই লোকাল-এর লাইসেন্স বাতিল করেছে হ্যারো কাউন্সিল। হোম অফিসের অভিযানে বারবার অবৈধ কর্মী নিয়োগের প্রমাণ মেলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হ্যারো কাউন্সিলের লাইসেন্সিং প্যানেল জানিয়েছে, প্রমাণগুলো স্পষ্ট করেছে যে অবৈধ কর্মী নিয়োগ রেস্টুরেন্টটির “ব্যবস্থাপনার অংশ হয়ে দাঁড়িয়েছে” এবং আইন মেনে চলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতি কোনো আস্থা রাখা যাচ্ছে না।

রেস্টুরেন্টটিতে ২০২৩ সালের নভেম্বর থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই পর্যন্ত তিন দফা অভিযানে একাধিক অবৈধ কর্মী ধরা পড়ে। সর্বশেষ ২০২৫ সালের জুলাইয়ে এক কমপ্লায়েন্স চেকে পূর্বে গ্রেপ্তার হওয়া একজনকে আবারও পাওয়া যায়। এছাড়া, আরেক নারী কর্মকর্তা উপস্থিতদের সঙ্গে কথা বলার পর হঠাৎ করে অদৃশ্য হয়ে যান।

অবৈধ কর্মী নিয়োগের দায়ে ২০২৪ সালের আগস্টে রেস্টুরেন্ট পরিচালনাকারী প্রতিষ্ঠানকে £১২০,০০০ জরিমানা করা হয়। আপিলের পর তা কমে £৬০,০০০ হয়, যদিও নতুন করে আরেকটি আপিল এখনো বিচারাধীন।

লাইসেন্সধারী প্রথম দফায় দায় স্বীকার করলেও পরবর্তী ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি যুক্তি দেন, ধরা পড়া কর্মীর ভিসা ছিল, কিন্তু যে আইটি কোম্পানির মাধ্যমে সে যুক্তরাজ্যে আসে সেটি দেউলিয়া হয়ে যাওয়ায় চাকরি হারায়। তাকে “ছেলের মতো” মনে করে মানবিক কারণে খাবার সরবরাহ করেছেন বলে দাবি করেন লাইসেন্সধারী।

তবে, অতীতে অন্য একটি রেস্টুরেন্টে অবৈধ কর্মী রাখার ঘটনায় £৩০,০০০ জরিমানা গুনতে হয়েছিল বলেও স্বীকার করেন তিনি। প্যানেলের সদস্যরা মনে করেন, এ ইতিহাস এবং পুনরাবৃত্তি দেখে আর আস্থা রাখা যায় না। তাই সাময়িক স্থগিতকরণের পরিবর্তে চূড়ান্তভাবে লাইসেন্স বাতিল করা হয়েছে।

হোম অফিস ও হ্যারো কাউন্সিলের কর্মকর্তারা একযোগে জানিয়েছেন, অবৈধ কর্মী নিয়োগের ক্ষেত্রে “শূন্য সহনশীলতা নীতি” অনুসরণ করা হবে এবং আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

সূত্রঃ হ্যারো আনলাইন

এম.কে
০৬ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে ডাটা ব্যবহার স্থগিত করেছে লিংকড-ইন

সোশ্যাল হাউজিং 

নিউজ ডেস্ক

লেবার পার্টির ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে রিফর্ম ইউকে