ইংল্যান্ডে ভাড়া বা অস্থায়ী আবাসনে বসবাসরত শিশুদের জন্য অরক্ষিত জানালা ভয়াবহ ঝুঁকিতে পরিণত হয়েছে। গত ছয় বছরে অন্তত ১৩ শিশু জানালা থেকে পড়ে প্রাণ হারিয়েছে বলে জানাচ্ছে ন্যাশনাল চাইল্ড মর্টালিটি ডেটাবেস (NCMD)। ২০১৯ সাল থেকে ঘটে যাওয়া এসব মৃত্যুকে গবেষকরা বর্ণনা করেছেন “সম্পূর্ণ প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি” হিসেবে।
গবেষকদের মতে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে আবাসনের জানালাগুলো মেরামত ও নিরাপত্তা লক স্থাপন নিশ্চিত করা প্রয়োজন। তাদের মতে, বাড়ির মালিকদের দায়িত্ব অবহেলা শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
একইসঙ্গে, ইংল্যান্ডের হাউজিং ওয়াচডগের এক প্রতিবেদনে বলা হয়েছে—সামাজিক আবাসনে জানালার নিরাপত্তাজনিত সমস্যা এখন আর্দ্রতা ও ছাঁচ সমস্যার মতোই বিস্তৃত আকার নিয়েছে। অনেক ফ্ল্যাটে বসবাসরত পরিবার প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছে যে কোনো সময় ছোট শিশু জানালা দিয়ে পড়ে যেতে পারে।
বিবিসির এক প্রতিবেদনে লিডস ও পশ্চিম লন্ডনের কিছু পরিবারের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যেখানে বাবা-মায়েরা জানালার ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও বাড়ির মালিক বা হাউজিং কর্তৃপক্ষ অনেক সময় দ্রুত ব্যবস্থা নেয় না।
ম্যানচেস্টারের একজন শিশু বিশেষজ্ঞ জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে তিনি অস্বাভাবিক হারে জানালা থেকে পড়ে গুরুতর আহত শিশুদের চিকিৎসা করেছেন। এসব শিশুর কারও মাথার খুলি ভেঙে গেছে, কারও চোয়াল বা শরীরের ভেতরের অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ন্যাশনাল হাউজিং ফেডারেশন জানিয়েছে, তারা হাউজিং অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি সংখ্যক সেফটি চেক চালাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পদক্ষেপ যথেষ্ট নয়—শিশুদের জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে সারা দেশে জানালা নিরাপত্তা সংক্রান্ত নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।
সূত্রঃ বিবিসি
এম.কে
১৭ আগস্ট ২০২৫