12.8 C
London
October 30, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আট শিশুর ভুয়া পিতা সেজে পাসপোর্ট জালিয়াতিঃ ছয় বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যে নাগরিকত্ব জালিয়াতির এক বিস্ময়কর ঘটনায় আলবেনীয় নাগরিক জেরাল্ড সেরা (২৮)–কে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি নিজেকে আটটি শিশুর পিতা দাবি করে তাদের জন্য ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার চেষ্টা করেছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে সেরা ধারাবাহিকভাবে আটটি আলাদা পাসপোর্ট আবেদন জমা দেন। প্রতিটি আবেদনে তিনি নিজেকে ওই শিশুদের জৈবিক পিতা হিসেবে দেখান এবং ব্রিটিশ নাগরিক হওয়ার প্রমাণ হিসেবে নিজের ভুয়া পাসপোর্ট ও ন্যাচারালাইজেশন সার্টিফিকেট জমা দেন।

তদন্তে উঠে আসে, এসব আবেদনের সঙ্গে সংযুক্ত ছবিগুলোয় দেখা যায়, তিনি শিশুদের কোলে নিয়ে আছেন—যা প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছিল। কিন্তু পরে বিশেষজ্ঞরা ছবিগুলো বিশ্লেষণ করে দেখেন যে, সেগুলো কৃত্রিমভাবে সম্পাদিত ও ডিজিটালি পরিবর্তিত।

ব্রিটিশ হোম অফিসের তদন্ত কর্মকর্তারা জানান, আবেদনগুলোর ফি পরিশোধ করা হয়েছিল ‘জি. সেরা’ নামের ব্যাংক কার্ড ব্যবহার করে। একই নাম যুক্ত ছিল প্রতিটি আবেদনের ইমেইল যোগাযোগেও, যা জালিয়াতির সঙ্গে সরাসরি সম্পর্ক নির্দেশ করে।

অভিযোগ প্রমাণিত হওয়ার পর আদালত রায়ে বলেন, “এই অপরাধ ছিল পরিকল্পিত, ধারাবাহিক এবং রাষ্ট্রীয় নথি জাল করার একটি বিপজ্জনক প্রচেষ্টা।” বিচারক আরও মন্তব্য করেন, “পাসপোর্ট জালিয়াতি শুধু আইনভঙ্গ নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।”

জেরাল্ড সেরা এখন ছয় বছরের সাজা ভোগ করবেন। হোম অফিস জানিয়েছে, সাজা শেষে তার নাগরিকত্ব ও ভিসা সংক্রান্ত অবস্থানও পুনর্মূল্যায়ন করা হবে। সংস্থাটি জানিয়েছে, “এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড যুক্তরাজ্যে শূন্য সহনশীলতার নীতির আওতায় বিবেচিত হবে।”

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

তৃতীয় রাউন্ডের ভোটেও এগিয়ে ঋষি সুনাক

পূর্ব লন্ডনে দুর্বৃত্তকারীদের গুলিতে ঝাঁঝরা একটি রেস্তোরাঁ, ৪ জন গুলিবিদ্ধ

এক হাজার ইউক্রেনীয় শরণার্থীর খরচ মেটাবেন ব্রিটিশ ধনকুবের!