8.7 C
London
December 2, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আন্ডারকভার পুলিশদের যৌন প্রতারণাঃ স্পাইকপস তদন্তে বিস্ফোরক তথ্য

যুক্তরাজ্যের কুখ্যাত স্পাইকপস কেলেঙ্কারিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে সাবেক আন্ডারকভার কর্মকর্তা পিটার ফ্রান্সিসের বিস্ফোরক সাক্ষ্যে। তিনি জানিয়েছেন, গোপন ইউনিটে নারীদের প্রতারণা করে যৌন সম্পর্কে জড়ানো ছিল বহু বছরের “প্রাতিষ্ঠানিক প্রথা”, এবং সিনিয়র ম্যানেজাররা এ কাজকে কখনোই নিষিদ্ধ করেননি। বরং তারা এ ধরনের সম্পর্কের সময় কনডম ব্যবহারের পরামর্শ দিতেন।

 

ফ্রান্সিস বলেন, আন্ডারকভার কাজে যৌন সম্পর্ক ছিল “একটি সাধারণ অংশ”, যা “কর্মকর্তা ও ব্যবস্থাপনার কাছে কাজের অংশ হিসেবেই গণ্য হতো।” তার দাবি, ১৯৯৩ সালে দায়িত্ব নেওয়ার আগেই স্পেশাল ডেমন্সট্রেশন স্কোয়াডে (এসডিএস) এ প্রথা ২৫ বছর ধরে চলছিল।

তদন্তে তিনি জানান, তার কর্মরত চার বছরের সময়ে ইউনিটের “বেশিরভাগ” আন্ডারকভার কর্মকর্তা ভুয়া পরিচয়ে অ্যাক্টিভিস্ট নারীদের সঙ্গে যৌন সম্পর্কে জড়াতেন। এ সময় তিনি নিজেও দুইজন নারী অ্যাক্টিভিস্টের সঙ্গে একরাতের সম্পর্ক গড়েছিলেন, যদিও ব্যক্তিগত গোপনীয়তার কারণে তাদের পরিচয় প্রকাশ করেননি।

ফ্রান্সিস আরও জানান, অ্যাক্টিভিস্টদের বাইরে সামাজিক পরিবেশে পরিচিত নারীসঙ্গেও তিনি কয়েকবার একরাতের সম্পর্কে জড়িয়েছিলেন—যখন তিনি নিজে বিবাহিত ছিলেন। তদন্ত অনুযায়ী, ১৯৭০-এর দশক থেকে ২০১০ সাল পর্যন্ত অন্তত ২৫ জন আন্ডারকভার কর্মকর্তা ভুয়া পরিচয়ে নারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান। অন্তত ৫০ জন নারী প্রতারণার শিকার হয়েছেন এবং চারজন কর্মকর্তা সন্তানও জন্ম দিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

তদন্তে উঠে এসেছে আরেক বিতর্কিত নাম বব ল্যামবার্টের প্রসঙ্গ। ১৯৮০-এর দশকে তিনি প্রাণী অধিকার আন্দোলনে অনুপ্রবেশের সময়ে এক নারী অ্যাক্টিভিস্টের সঙ্গে সন্তানের জন্ম দেন, অথচ নিজের পরিচয় প্রকাশ করেননি। শিশুটি ছোট থাকতেই মা-ছেলেকে ছেড়ে চলে যান ল্যামবার্ট। দুই দশক পর সত্যটি জানতে পেরে ওই নারী ভেঙে পড়েন।

ফ্রান্সিস দাবি করেন, ল্যামবার্ট তাকে বিশেষভাবে সতর্ক করে বলেছিলেন “সবসময় নিজের কনডম ব্যবহার করতে”—কারণ ইউনিটে গুজব ছিল, একটি ঘটনার ক্ষেত্রে নাকি এক অ্যাক্টিভিস্ট গোপনে কনডমে ছিদ্র করেছিলেন। তবে এ সময় ল্যামবার্ট তার নিজের সন্তানের বিষয়টি ফ্রান্সিসকে জানাননি।

পিটার ফ্রান্সিসের পূর্ববর্তী প্রকাশগুলো—বিশেষ করে স্টিফেন লরেন্স হত্যাকাণ্ডের পর নিহত তরুণের পরিবারকে নজরদারির আওতায় আনার তথ্য—স্পাইকপস তদন্ত শুরু হওয়ার অন্যতম কারণ। বর্তমানে তদন্তটি ১৩৯ জনেরও বেশি আন্ডারকভার কর্মকর্তা এবং দশ হাজারেরও বেশি অ্যাক্টিভিস্টের ওপর নজরদারি নিয়ে বিস্তৃত বিশ্লেষণ করছে।

ফ্রান্সিসের সর্বশেষ সাক্ষ্য যুক্তরাজ্যের পুলিশিং ব্যবস্থার গভীর অনিয়ম ও নৈতিক সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে, যা এখনো জনমত ও আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের সুপার মার্কেটে বিভ্রান্তিকর তথ্য দেয়ার অভিযোগ

বিদেশি অপরাধীদের দেশে ফেরাতে সর্বোচ্চ £2,000 দিচ্ছে ব্রিটেন

ব্রিটেনে ‘টিকা সংকট’ সমাধানে দ্রুত অনুমোদন পেতে পারে অক্সফোর্ড

অনলাইন ডেস্ক