যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বাগত জানাতে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে ইউকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়।
যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আর্থিক সংকটের কারণে গবেষণা ও গবেষণালব্ধ কার্যকলাপ প্রায় বন্ধ অবস্থায় রয়েছে। তাছাড়া ইমিগ্রেশন বিধি নিষেধের কারণে যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠার জন্য যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বাগত জানাতে বিভিন্ন ধরনের প্রচারণা শুরু করেছে।
যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের প্রচারণা চালাতে স্টাডি লন্ডন ক্যাম্পেইন গ্রুপ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। তাদের লক্ষ্য লন্ডনে পড়াশোনা করে কিভাবে অতুলনীয় ক্যারিয়ারের সম্ভাবনা তুলে ধরা যায় তা নিয়ে প্রচারণা করা। এই প্রচারণা তখন শুরু হয়েছে যখন ইমিগ্রেশন বিধিনিষেধ কঠিন হবার ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাজ্যে আসা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যে আসার প্রতি অনীহা প্রকাশ করছে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করছেন।
লন্ডন হাইয়ার নামের দাতব্য প্রতিষ্ঠান যারা লন্ডন শহরের ৫০ টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে থাকে। হাইয়ারের চিফ এক্সিকিউটিভ ডাঃ ডায়ানা বিচ বলেন, ব্রিটেনে অতিরিক্ত ইমিগ্রেশন আইন কঠিন করায় বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ভিন্নদেশে যাওয়ার পরিকল্পনা করতে পারে। তাছাড়া আর্থিক সংকটে পড়ে নানা বিশ্ববিদ্যালয় তাদের গবেষণা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। সব মিলিয়ে ডিপেন্ডেন্টদের ভিসা প্রদান বন্ধ যুক্তরাজ্য বিমুখ করছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের।
ডাঃ বিচ বলেন, লন্ডনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টেনে আনার জন্য প্রচারণা চালানো হচ্ছে। তিনি আরো বলেন, ” লন্ডনের বিশ্ববিদ্যালয়গুলি যখন সফল হয় তখন পুরো জাতি সফল হয়।”
উল্লেখ্য যে, লন্ডনের ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন প্রথমবারের মতো বিশ্ব লিগ টেবিলে অক্সফোর্ড এবং কেমব্রিজকে পিছনে ফেলেছে। গ্লোবাল কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির পরেই ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের অবস্থান। লন্ডনের আরও চারটি বিশ্ববিদ্যালয়ও এখন গ্লোবাল শীর্ষ ২০ এর মধ্যে অবস্থান করছে। তারা হল ইউনিভার্সিটি কলেজ লন্ডন, কিং’স কলেজ লন্ডন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি।
সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড
এম.কে
১৪ জুন ২০২৪