যুক্তরাজ্যের হাল শহরে এক নারীর মুখে জোর করে চুমু খাওয়ার অভিযোগে কুয়েতি অভিবাসী জায়েদ আলাঞ্জিকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছে ২০২৪ সালের ২৮ এপ্রিল, ভোররাতে শহরের রয়্যাল হোটেলের সামনে, যেখানে আলাঞ্জি আশ্রয়প্রার্থী হিসেবে থাকছিলেন।
আদালতে জানানো হয়, আলাঞ্জি ভোরবেলায় ওই নারীকে রাস্তায় একা দেখে তার সঙ্গে হোটেলে যেতে বলেন। নারীটি স্পষ্টভাবে “না” বললেও আলাঞ্জি তা উপেক্ষা করে তার গাল চেপে ধরেন, মুখে জোর করে চুমু খান এবং জিভ প্রবেশ করান। ভুক্তভোগী নারী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নেন।
ভুক্তভোগী বলেন, আলাঞ্জি ছিলেন সম্পূর্ণ অপরিচিত একজন পুরুষ এবং ঘটনাটি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। তিনি আরও জানান, তার সঙ্গে একটি কিশোরী ছিল, এবং পরিস্থিতি এমন ছিল যে তিনি নিজেই সামনে না এলে হয়তো সেই কিশোরী নিপীড়নের শিকার হতেন।
আদালতে আলাঞ্জি দাবি করেন, তিনি ওই নারীর সাহায্য করতে গিয়েছিলেন এবং চুম্বনের ঘটনায় নারীটির সম্মতি ছিল। আরবি ভাষার মাধ্যমে অনুবাদক ব্যবহার করে তিনি নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন।
তবে বিচারকরা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে তাকে দোষী সাব্যস্ত করেন। আদালত জানায়, এমন স্পষ্ট অস্বীকৃতির পরও জোরপূর্বক শারীরিক আগ্রাসন অপরাধ হিসেবে বিবেচিত এবং এটিকে যৌন নিপীড়ন হিসেবে ধরা হয়।
আলাঞ্জিকে ১২ মাসের কারাদণ্ডের পাশাপাশি যৌন অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আদালতের খরচ বাবদ £১৮৭ জরিমানা দিতে বলা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, এখন এই অপরাধীর বিরুদ্ধে দেশত্যাগ বা বহিষ্কারের প্রক্রিয়া শুরু হতে পারে।
এই ঘটনার পর আশ্রয়প্রার্থী হোটেল ব্যবস্থাপনায় নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে শহরের কেন্দ্রস্থলে এসব হোটেল স্থাপন নিয়ে।
আলাঞ্জি রয়্যাল হোটেলে আশ্রয়প্রার্থী হিসেবে অবস্থান করছিলেন, কারণ তার রাজনৈতিক আশ্রয় আবেদনের প্রক্রিয়া চলছে। এখন তার অপরাধের কারণে সেই আবেদনের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে
২১ জুলাই ২০২৫