10.1 C
London
November 5, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের সঙ্গে প্রতারণার ফাঁদ

রুয়ান্ডায় যেতে এবং তিন হাজার পাউন্ড অর্থ পেতে সহযোগিতার আশ্বাস দিয়ে যুক্তরাজ্যে থাকা আশ্রয় প্রার্থীদের সঙ্গে প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারক চক্র৷

এই চক্রটি আশ্রয়প্রার্থীদের সঙ্গে প্রতারণার জন্য যুক্তরাজ্য সরকারের একটি স্বেচ্ছাপ্রত্যাবাসন কর্মসূচিকে ব্যবহার করছে৷ ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে৷

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, প্রতারকেরা দুটি প্রকল্প নিয়ে কাজ করছে৷ একটি হলো, সরকার ঘোষিত তিন হাজার পাউন্ড অর্থ নিয়ে দেয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আশ্রয়প্রার্থীদের শোষণ করা৷

আর অন্যটি হলো, ব্রিটেনে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতেই সরকার প্রণোদনা হিসাবে তিন হাজার পাউন্ড অর্থ দিচ্ছে বলে প্রচার করা৷

আশ্রয়প্রার্থীদের সহায়তাকারী বেসরকারি সংস্থা মাইগ্রেন্ট হেল্প-এর নাম দিয়ে আশ্রয়প্রার্থীদের ফোন দিচ্ছে প্রতারক চক্রের সদস্যরা৷ এসব ফোনগুলো দেয়া হচ্ছে নম্বর আড়াল রেখেই৷ ফরে, কলদাতার পরিচয় শনাক্ত করাও যাচ্ছে না৷

বিষয়টি নজরে আসার পর তাদের পক্ষ থেকে এমন কোনো কল করা হচ্ছে না বলে এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট দিয়েছে মাইগ্রেন্ট হেল্প৷

অভিবাসন বিষয়ক আইনজীবী সোনিয়া লেনেগান দ্য গার্ডিয়ানকে বলেছেন, প্রতারকদের ব্যবহার করা ফোন নম্বরগুলোর উৎস নিয়ে প্রশ্ন উঠছে৷

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এ ঘটনা ভঙ্গুর মানুষের সঙ্গে প্রতারণার নিষ্ঠুর কৌশল৷

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৪ মার্চ ২০২৪

আরো পড়ুন

‘আগস্টের মধ্যে করোনামুক্ত হবে যুক্তরাজ্য’

ব্রিটেনের অবৈধ অভিবাসীদের ভ্যাকসিন দেওয়া হবে

নিউজ ডেস্ক

সৌদিতে চাকরি খুঁজছেন টরি এমপি