32.3 C
London
July 1, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ইমিগ্রেশন নিয়মে বড় পরিবর্তনঃ বন্ধ হচ্ছে বিদেশি কেয়ার ওয়ার্কার নিয়োগ

যুক্তরাজ্যের সরকার আজ (১ জুলাই ২০২৫) ইমিগ্রেশন রুলসে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে, যা মে মাসে ঘোষিত হোয়াইট পেপারের আওতায় অভিবাসন ব্যবস্থার “সম্পূর্ণ পুনর্গঠন”-এর প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৫ সালের ২২ জুলাই থেকে স্কিলড ওয়ার্কার ভিসার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা RQF লেভেল ৩ (সমমান এ-লেভেল) থেকে বাড়িয়ে RQF লেভেল ৬ (ব্যাচেলর ডিগ্রি বা সমমান) করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে প্রায় ১৮০টি পেশা আর স্কিলড ওয়ার্কার ক্যাটাগরির আওতাভুক্ত থাকবে না। তবে বর্তমানে যুক্তরাজ্যে থাকা স্কিলড ওয়ার্কাররা এই বিধিনিষেধ থেকে ছাড় পাবেন।
বেতনসীমাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন থেকে সাধারণ স্কিলড ওয়ার্কার পেশার জন্য ন্যূনতম বার্ষিক বেতন হতে হবে £৪১,৭০০, যা আগে ছিল £৩৮,৭০০। যাদের প্রাসঙ্গিক পিএইচডি ডিগ্রি আছে, তাদের জন্য ন্যূনতম বেতন হবে £৩৭,৫০০, যা আগে ছিল £৩৪,৮৩০। নতুন আবেদনকারীদের জন্য এই বেতনসীমা বাধ্যতামূলক, যদিও এর জন্য কোনো ট্রানজিশনাল সুবিধা রাখা হয়নি।
বিশেষভাবে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে, ২২ জুলাই ২০২৫ থেকে বিদেশ থেকে কেয়ার ও সিনিয়র কেয়ার ওয়ার্কার নিয়োগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এটি মূলত এই খাতে ব্যাপক অপব্যবহার ও শ্রমিক শোষণের অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে। তবে যুক্তরাজ্যে ইতিমধ্যে অবস্থানরত কেয়ার ওয়ার্কাররা ২২ জুলাই ২০২৮ পর্যন্ত ইন-কান্ট্রি ভিসা পরিবর্তন বা নবায়নের সুযোগ পাবেন, যদি তারা ভিসার আবেদন করার কমপক্ষে তিন মাস আগে থেকে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত থাকেন।
সরকার নতুন একটি অস্থায়ী সংকট পেশা তালিকা চালু করছে, যেখানে নির্দিষ্ট কিছু সাব-ডিগ্রি লেভেলের পেশায় সীমিত সময়ের জন্য ইমিগ্রেশনের অনুমতি থাকবে। তবে এই তালিকার অধীনে কর্মীরা তাদের পরিবারকে যুক্তরাজ্যে আনতে পারবেন না এবং আগের মতো বেতন বা ভিসা ফি ছাড়ও থাকছে না।
সরকার জানিয়েছে, প্রতিটি খাতকে এখন থেকেই ব্রিটিশ কর্মীদের প্রশিক্ষণ ও নিয়োগের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে সেই খাতগুলো ইমিগ্রেশন রুট থেকে বাদ পড়তে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, “আমরা অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই এবং এদেশের জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। এই পরিবর্তন তারই অংশ।”
এছাড়াও, আজ বিকেল ৩টা থেকে আফগান রিলোকেশন ও অ্যাসিসট্যান্স পলিসি (ARAP) ও আফগান সিটিজেনস রিসেটেলমেন্ট স্কিম (ACRS)-এ নতুন আবেদন গ্রহণ বন্ধ হয়েছে। সরকার বলছে, এই কর্মসূচিগুলোর মাধ্যমে ২১,০০০-এর বেশি আফগান নাগরিক এবং তাদের পরিবারকে ইতোমধ্যেই যুক্তরাজ্যে পুনর্বাসন করা হয়েছে।
এইসব পরিবর্তন আগামী ২২ জুলাই ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় এটি একটি যুগান্তকারী রূপান্তরের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্রঃ ই আই এন
এম.কে
০২ জুলাই ২০২৫

আরো পড়ুন

ভিসা রিনিউয়ের ক্ষেত্রে নতুন বেতনের প্রান্তিকতা প্রদর্শন কর‍তে হবে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় চীন থেকে রেকর্ড সংখ্যক আবেদন

ভাতিজিকে হত্যা করায় যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক