যুক্তরাজ্যে এপিং ফরেস্টে আশ্রয়প্রার্থীদের রাখা নিয়ে দীর্ঘদিনের বিতর্কে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে হাইকোর্ট। বেল হোটেলে অভিবাসীদের রাখার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এপিং ফরেস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিলের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আইয়ার এই আদেশ দেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হোটেলটিকে ঘিরে বিক্ষোভ বাড়তে থাকে। কারণ সেখানে থাকা এক অভিবাসীর বিরুদ্ধে ১৪ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর উদ্বেগ বাড়ে এবং কাউন্সিল হস্তক্ষেপ করে।
রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ এই রায়কে একটি “বিজয়” হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “এপিংয়ের অভিভাবক ও উদ্বিগ্ন বাসিন্দারা সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছেন। তাদের ডানপন্থী বলে অপবাদ দেওয়া হলেও তারা প্রমাণ করেছেন, দেশের বিপুল সংখ্যক শালীন মানুষের পক্ষেই তারা অবস্থান করছেন।”
ফারাজ আরও দাবি করেন, অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করা তরুণ অভিবাসীরা যেন কোথাও রাস্তায় অবাধে চলাফেরা করতে না পারে। তাদের আটক করে বহিষ্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আদালতের রায় অনুযায়ী, Somani Hotels Limited-কে ১৪ দিনের মধ্যে আশ্রয়প্রার্থী রাখা বন্ধ করার নির্দেশ ছিল। তবে বিচারপতি সময়সীমা বাড়িয়ে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত করেন। তিনি কোম্পানিকে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার অনুমতি দেননি, যদিও তারা চাইলে আপিল আদালতে আবেদন করতে পারবে।
বিচারপতি তার রায়ে উল্লেখ করেন, যদিও কাউন্সিল নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি যে হোটেল কর্তৃপক্ষ পরিকল্পনা নীতিমালা ভঙ্গ করেছে, তবুও মামলার শক্তি এতটাই প্রবল যে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়াই যুক্তিযুক্ত।
আগামী দিনে এই নিষেধাজ্ঞা স্থায়ী করা হবে কি না, সে বিষয়ে দুদিনব্যাপী আরেকটি শুনানি অনুষ্ঠিত হবে।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে
১৯ আগস্ট ২০২৫