11 C
London
September 24, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে এ্যাসাইলাম হোটেলের অনিয়মঃ নিরাপত্তা নিয়ম ভাঙছে অভিবাসীরা

এ্যাসাইলাম হোটেল নিয়ে বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে, হোটেলের নিয়মকানুন উপেক্ষা করে অনেক অতিথি কক্ষে লুকিয়ে রান্না করছেন। শুধু তাই নয়, কেউ কেউ ধূমপানের জন্য হোটেলের স্মোক অ্যালার্ম পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে রাখছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হোটেলের অভ্যন্তরে নির্ধারিত নিয়ম অনুযায়ী ধূমপান বা রান্না করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বাস্তবে কিছু এসাইলাম আবেদনকারী গোপনে এসব কাজ করছেন। ফলে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকছে না।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ধূমপান বা রান্নার কারণে যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে। বিশেষ করে স্মোক অ্যালার্ম ঢেকে রাখার কারণে জরুরি অবস্থায় তা কাজ না করলে প্রাণহানির ঝুঁকি বেড়ে যাবে বহুগুণ।

স্থানীয় বাসিন্দারাও হোটেলের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, কর্তৃপক্ষের অবহেলা এবং অতিথিদের অসচেতন আচরণ পুরো হোটেলকে অগ্নি ঝুঁকির মুখে ফেলছে।

এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, হোটেলগুলোর উচিত কক্ষভিত্তিক নিয়মিত তদারকি করা এবং অতিথিদের নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

প্রথমবারের মতো যুক্তরাজ্যের শিশুদের খাওয়াবে ইউনিসেফ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন তারিখ নিয়ে জর্জ ওসবার্নের ভবিষ্যৎ বাণী

ভেঙে পড়ার মুখে স্বাস্থ্য ব্যবস্থা