যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং জানিয়েছেন, ওজন কমানোর ইনজেকশন ওজেম্পিক ও মাউনজারো এখন হাউজ অব কমন্সের চায়ের কক্ষে আলোচনার শীর্ষে এবং অনেক এমপি এগুলো ব্যবহার করছেন। তিনি বলেছেন, “আমার অর্ধেক সহকর্মী এগুলো ব্যবহার করছেন এবং আমাদের জানিয়েছেন—আমাদেরও এগুলো ব্যবহার করা উচিত।”
স্ট্রিটিং বলেছেন, যারা সামর্থ্য রাখেন তারা প্রতি মাসে £২০০-র বেশি খরচ করে এগুলো কিনতে পারছেন, কিন্তু “দেশের বেশিরভাগ মানুষের কাছে অতিরিক্ত আড়াই হাজার পাউন্ড খরচ করার সামর্থ্য নেই।” ফলে যারা সবচেয়ে বেশি স্থূলতাজনিত ঝুঁকিতে রয়েছেন, তারাই সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছেন।
বর্তমানে যাদের BMI ৩৫ বা তার বেশি, অথবা ৩০ বা তার বেশি এবং ওজন-সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা আছে, তারাই কেবল NHS-এর বিশেষ ওজন ব্যবস্থাপনা সেবার মাধ্যমে ইনজেকশন পেতে পারেন। তবে প্রায় ১৫ লাখ মানুষ এরই মধ্যে এসব ওষুধ ব্যবহার করছেন—বেশিরভাগই প্রাইভেট প্রেসক্রিপশনে।
স্ট্রিটিং বলেছেন, ওজন কমানোর ইনজেকশন শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতির সঙ্গেও জড়িত। NHS চালাতে বারবার কর বাড়াতে হচ্ছে এবং স্থূলতার বার্ষিক খরচ এখন প্রায় £১২৬ বিলিয়ন। এর মধ্যে NHS ব্যয় £১২.৬ বিলিয়ন, দীর্ঘমেয়াদি অসুস্থতায় ক্ষতি £৭১.৪ বিলিয়ন এবং অর্থনীতিতে ক্ষয়ক্ষতি £৩১ বিলিয়ন।
তিনি বলেন, “এটা কেবল ওজন কমানোর প্রশ্ন নয়, এটা হচ্ছে ন্যায়ের প্রশ্ন। NHS যেখানে প্রয়োজনের ভিত্তিতে সেবা দেয়, সেখানে এই ইনজেকশনও অর্থের ভিত্তিতে নয়, প্রয়োজনের ভিত্তিতে দেওয়া উচিত।”
ওজন কমানোর ইনজেকশনকে একটি বড় পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে, যার মধ্যে রয়েছে শরীরচর্চা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সচেতনতা বৃদ্ধি। স্ট্রিটিং বলেন, “এই ইনজেকশন নিয়ে কেউ যেন মনে না করেন যে এখন ইচ্ছেমতো জাঙ্ক ফুড খাওয়া যাবে।”
বৃহস্পতিবার লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার NHS-এর জন্য একটি ১০ বছর মেয়াদি পরিকল্পনা ঘোষণা করবেন, যেখানে হাসপাতালনির্ভর চিকিৎসা কমিয়ে নতুন কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসা স্থানান্তর করার ঘোষণা থাকবে। এটি অপেক্ষার সময় কমানো ও সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ।
সরকার আশা করছে, ওজন কমানোর ইনজেকশন সহজলভ্য হলে মানুষ শুধু সুস্থ হবে না, বরং NHS-এর উপর চাপ কমবে এবং ভবিষ্যতে করদাতাদের অর্থও সাশ্রয় হবে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
০৩ জুলাই ২০২৫