32.3 C
London
July 1, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ওয়ার্নিং দিলেই ডিপোর্ট! অভিবাসীদের বিরুদ্ধে নতুন বিল নিয়ে তীব্র উদ্বেগ

যুক্তরাজ্যে প্রস্তাবিত ক্রাইম অ্যান্ড পুলিশিং বিল-এ নতুন ধারা যুক্ত হওয়ায়, বৈধভাবে থাকা বিদেশিদের সামান্য অপরাধে পুলিশের ‘সতর্কবার্তা’ (caution) গ্রহণ করলেই নির্বাসনের ঝুঁকিতে পড়তে হবে।
বিলের ধারা ১৪৪ অনুসারে, যেসব ব্যক্তি কর্ম, শিক্ষার্থী বা পারিবারিক ভিসায় যুক্তরাজ্যে অবস্থান করছেন, তারা যদি ছোটখাটো অপরাধে আদালতের পরিবর্তে সতর্কবার্তা গ্রহণ করেন, তাহলে তাদের দেশ থেকে ফেরত পাঠানো হতে পারে।

সরকার নিজেই ব্যাখ্যা নোটে (অনুচ্ছেদ ১৭৪) বলেছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে “আরও বেশি বিদেশি নাগরিককে যুক্তরাজ্য থেকে অপসারণ করা।”

বর্তমানে আইনে ‘শর্তযুক্ত সতর্কবার্তা’ দেওয়ার সুযোগ রয়েছে শুধু অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে। এই সতর্কবার্তায় যুক্ত থাকে একটি শর্ত—যুক্তরাজ্য ত্যাগ করতে হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত ফেরত আসা যাবে না। শর্ত না মানলে, মূল অপরাধে আদালতে মামলা করা যাবে।

নতুন বিলটি এই বিধান সম্প্রসারণ করে বৈধভাবে থাকা বিদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করতে চায়। এতে এমন ব্যক্তিরাও নির্বাসনের মুখে পড়বেন, যারা আদালতে গিয়ে নির্দোষ প্রমাণিত হতে পারতেন।

আইন অনুযায়ী, সতর্কবার্তা গ্রহণের আগে আইনগত পরামর্শ নেওয়ার অধিকার থাকলেও বাস্তবে অনেকেই তা পান না। পুলিশ যথাযথভাবে বিষয়টি ব্যাখ্যা না করলে বা চাপের মধ্যে থাকলে, অনেকেই বুঝে না শুনেই সতর্কবার্তা গ্রহণ করেন।

ভাষাগত প্রতিবন্ধকতা ও অপর্যাপ্ত পরামর্শের কারণে বহু মানুষ সতর্কবার্তার প্রকৃত অর্থ না বুঝেই তাতে সম্মতি দেন, যার পরিণতি হতে পারে তাদের স্থায়ী নির্বাসন।

এই বিধান চালু হলে পুলিশকে স্থির করতে হবে কে ‘বিদেশি নাগরিক’, যার ফলে জাতিগত বৈষম্য ও প্রোফাইলিং-এর ঝুঁকি বাড়বে। যুক্তরাজ্যে ইতিমধ্যেই সংখ্যালঘুদের বিরুদ্ধে পুলিশের বৈষম্যমূলক আচরণের বহু নজির রয়েছে।

মানবাধিকার সংগঠন BID বলেছে, এই নতুন আইনি পদক্ষেপ ন্যায্য বিচারপ্রক্রিয়ার লঙ্ঘন এবং যুক্তরাজ্যে বৈধভাবে বসবাসকারী মানুষের অধিকার ক্ষুণ্ণ করবে। তারা লর্ডদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন বিল থেকে এই বিধান বাতিল করা হয়।

সূত্রঃ ফ্রি মুভমেন্ট

এম.কে
০১ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের অভিবাসীদের জন্য ব্যবস্থা করা হচ্ছে ভাসমান ঘর

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে দেড় লাখ টাকায় পাওয়া যাচ্ছে দুই বেডরুমের ফ্ল্যাট

যুক্তরাজ্যে করোনার প্রথম টিকা পেলেন ৯০ বছর বয়সী নারী

নিউজ ডেস্ক