12.4 C
London
October 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে কনিষ্ঠতম বিচারক হলেন আয়েশা স্মার্ট

বিচারকদের হতে হবে সিনিয়র কিংবা আসতে হবে উঁচু সমাজ থেকে এই মিথটি ভেঙ্গে দিয়েছেন আয়েশা স্মার্ট। আয়েশা স্মার্ট কনিষ্ঠতম হিসেবে সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠী হতে ব্যারিস্টার ও ক্রাউন কোর্টের বিচারক হয়েছেন ।

সকল ধরনের পরীক্ষা, সাক্ষাৎকার এবং অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া করার পরে ৩৪ বছর বয়সী আয়েশা স্মার্টকে ক্রাউন কোর্টে রেকর্ডার হিসাবে বসার জন্য নির্বাচিত করা হয়েছে।

স্মার্ট বলেছেন, “ আমি কৃতিত্বের জন্য সত্যিই গর্বিত ও আমার পরিবার খুবই আনন্দিত।

 

 

 

স্মার্ট ১৪ বছর বয়সে তার পরিবারের সাথে হ্যারোগেটে চলে গিয়েছিলেন, পরবর্তীতে লিডস বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি আইন শিক্ষা শুরুর আগে হ্যারোগেট জেলা হাসপাতালে প্যাথলজিস্ট হিসাবে কাজ করেন। পরবর্তীতে ২০১৪ সালে আয়েশা বারে ডাক পান এবং তিনি বর্তমানে এক্সচেঞ্জ চেম্বারের অংশ। যেখানে তিনি অপরাধ, ক্লিনিকাল ন্যাগলিজেন্স নিয়ে কাজ করছেন।

স্মার্ট বলেছেন, ” বিচার বিভাগের মধ্যে বৈচিত্র্য বাড়ানোর পক্ষে এটি একটি ইতিবাচক পদক্ষেপ এবং সমস্ত ব্যাকগ্রাউন্ডের মানুষকে বিচারিক কেরিয়ার অনুসরণ করতে অনুপ্রাণিত করে।”

 

এম.কে
০৮ জুন ২০২৩

আরো পড়ুন

Barrister MQ Hassan Show 🔹 September 20

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ঘর নির্মাণে প্রকৃতি ধ্বংসে ছাড়ঃ লেবার সরকারের প্রস্তাব ঘিরে সমালোচনার ঝড়

যুক্তরাজ্য সরকারের সীমান্ত নিরাপত্তা অভিযানে প্রচুর অবৈধ অভিবাসী গ্রেফতার