15.6 C
London
April 4, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে কাদের টিভি লাইসেন্সের টাকা পরিশোধ করতে হবে না

যুক্তরাজ্যে আপনি যদি নির্দিষ্ট কিছু শর্তের মধ্যে পড়েন, তাহলে আইনত টিভি লাইসেন্স বাতিল করে আপনার বিল £0 পাউন্ড করা সম্ভব।

২০২৫ সালের ১লা এপ্রিল থেকে টিভি লাইসেন্সের মূল্য আরও £৫ বেড়েছে, ফলে টিভির জন্য বার্ষিক ট্যাক্স হবে £১৭৪.৫০ পাউন।
তবে, অনেকেই জানেন না যে, স্ট্রিমিং যুগে বেশ কিছু আইনি উপায়ে টিভি লাইসেন্স পরিশোধ এড়ানো সম্ভব, যা আপনাকে পুরো খরচ বাঁচাতে সাহায্য করবে।
আপনাকে টিভি লাইসেন্স লাগবে যদি আপনিঃ
যে কোনো চ্যানেলে লাইভ টিভি দেখেন বা রেকর্ড করেন (যেমন Sky, Virgin, Freeview, Freesat)।
স্ট্রিমিং পরিষেবায় লাইভ কনটেন্ট দেখেন (যেমন ITVX, Channel 4, YouTube, Amazon Prime Video, Now, Sky Go)।
বিবিসি iPlayer ব্যবহার করেন।
টিভি লাইসেন্স প্রয়োজন নেই কাদের?
ডিভিডি বা ব্লু-রে ডিস্ক দেখার জন্য টিভি ব্যবহার করলে।
নেটফ্লিক্স, ডিজনি প্লাস, অ্যামাজন প্রাইম ভিডিও বা অ্যাপল টিভি দেখার জন্য টিভি ব্যবহার করলে, যদি না তা লাইভ কনটেন্ট হয়।
অন-ডিমান্ড কনটেন্ট দেখা (BBC iPlayer ব্যতীত)।
টিভি লাইসেন্সিং সংস্থার নিয়মানুযায়ী, “আপনি যদি শুধুমাত্র অন-ডিমান্ড কনটেন্ট দেখেন, বিবিসি iPlayer ব্যতীত, তাহলে টিভি লাইসেন্সের প্রয়োজন নেই।”
যাদের জন্য বিনামূল্যে বা ডিসকাউন্টেড টিভি লাইসেন্স প্রযোজ্যঃ
৭৪ বছরের বেশি বয়সী যেসব পেনশনভোগী পেনশন ক্রেডিট বেনিফিট পান, তারা বিনামূল্যে টিভি লাইসেন্স পাবেন।
আইনত অন্ধ (legally blind) ব্যক্তিরা ৫০% ছাড়ে টিভি লাইসেন্স পাবেন (£৮৪.৭৫)।
শুধুমাত্র সাদা-কালো টিভি ব্যবহারকারীরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি লাইসেন্স পাবেন, যার খরচ মাত্র £২৮.৫০।
আপনি যদি লাইভ টিভি বা বিবিসি iPlayer একেবারেই না দেখেন, তাহলে আপনার টিভি লাইসেন্সের প্রয়োজন নেই।
সূত্রঃ এক্সপ্রেস
এম.কে
০৩ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

সরকারের অনুদান যেভাবে দেওয়া হবে

লকডাউনে বরিস জনসনের আরেকটি গোপন পার্টির খবর ফাঁস!

অনলাইন ডেস্ক

রানির সিংহাসন আরোহনের ৭০ বছর পূর্তিতে ব্রিটেনে জমকালো উৎসব

অনলাইন ডেস্ক