12.5 C
London
November 4, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ মিলিয়ন ছাড়ালো

কোভিড-১৯ মহামারির শুরুর পর এখন পর্যন্ত ১০ মিলিয়ন করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো যুক্তরাজ্য। সরকারি তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ৪৭,২৪০ জন করোনা পজিটিভ সনাক্ত হয় বলে জানায় স্কাই নিউজ।

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্কাই নিউজে প্রকাশিত সর্বশেষ তথ্যে আরো জানা যায়, একদিনে ১৪৭ জন কোভিডে মারা গেছেন।

 

সরকারি পরিসংখ্যানে আরও জানা গেছে, ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে পাওয়া রিপোর্ট অনুযায়ী এর আগের সাত দিনের তুলনায় কোভিড আক্রান্তের সংখ্যা ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

 

এদিকে, ২৪ নভেম্বরের মধ্যে যুক্তরাজ্যে কোভিড ভ্যাকসিনের মোট ৫০ মিলিয়ন ৮৫২ হাজার ১৩৩টি প্রথম ডোজ বিতরণ করা হয়েছে, গতকাল আরও বিতরণ হয়েছে ২৪ হাজার ৫৭৯ ডোজ। পাশাপাশি প্রায় ৪৬ মিলিয়ন ২৩২ হাজার ২৫৮টি সেকেন্ড ডোজও বিতরণ করা হয়।

 

২৬ নভেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

অভিবাসন প্রত্যাশীদের জন্য দুঃসংবাদ দিল যুক্তরাজ্য

ফেসবুক লাইভে আত্মহত্যা: রিয়াজের শ্বশুরের মর্মান্তিক ভিডিও অনলাইনে নিষিদ্ধ

Levelling Up For Landlords 🏠