26.9 C
London
August 25, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ক্যানারি ওয়ার্ফে তরুণী ধর্ষণের অভিযোগে পুলিশি তদন্ত শুরু

লন্ডনের ক্যানারি ওয়ার্ফে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ব্যাংক হলিডে উইকেন্ডের ভোরে হের্টসমিয়ার রোডে এ ঘটনা ঘটে, যা লন্ডন ডকল্যান্ডস মিউজিয়ামের পেছনে এবং ওয়েস্ট ইন্ডিয়া কুই ডিএলআর স্টেশনের কাছাকাছি।

শনিবার (২৩ আগস্ট) ভোর ৪টা ২৫ মিনিটে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। ২০-এর কোঠায় থাকা ওই নারীকে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি বিশেষ প্রশিক্ষিত কর্মকর্তাদের সহায়তা পাচ্ছেন।

মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানান, “আমরা হের্টসমিয়ার রোড, ক্যানারি ওয়ার্ফে সংঘটিত একটি ধর্ষণের অভিযোগ তদন্ত করছি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে জরুরি ভিত্তিতে তদন্ত চলছে।”

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশে যারা ছিলেন বা কোনো তথ্য জানেন, তাদের দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। তথ্য জানাতে ১০১ নম্বরে কল করা বা অনলাইনে যোগাযোগ করা যাবে, রেফারেন্স নম্বর CAD1371/23 উল্লেখ করতে হবে। এছাড়া গোপনীয়ভাবে তথ্য জানাতে চাইলে ক্রাইমস্টপারস-এ ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
২৫ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জন্মহার হ্রাসের কারণে স্কুলের চাহিদা কমছে

অস্ট্রেলিয়ার মতো অফশোর আশ্রয়কেন্দ্র যুক্তরাজ্যের জন্য যে কারণে বিপজ্জনক

নিউজ ডেস্ক

বিধ্ব’স্ত রূপে দেখা মিলল টিউলিপ সিদ্দিকির