যুক্তরাজ্যে গাড়ি রেইসিং কোর্টে এক দূর্ঘটনায় একজন তরুণ প্রাণ হারিয়েছে। স্টোকে একটি জনপ্রিয় কার রেইসিং ফিল্ডে কার রেইস(গো-কার্টিং) করতে গিয়ে প্রাণ হারায় ছেলেটি। স্থানীয় পুলিশ আজ সকালে বিষয়টি নিশ্চিত করে।
স্ট্যাফোর্ডশায়ার পুলিশ এবং ওয়েস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিসকে গতরাতে প্রায় রাত ৮:১৫ মিনিটে টিমস্পোর্ট গো-কার্টিং স্টোক-এ ডাকা হয়েছিল। বার্সলেমের ওয়াটারলু রোডের কেন্দ্রটিতে পুলিশ ভোর রাত পর্যন্ত অবস্থান করছিল বলে তথ্যমতে জানা যায়। যেখানে এক কিশোরকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে প্যারামেডিকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে তদন্তকারী পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছে যে এটি “সন্দেহজনক নয়”। জনপ্রিয় এই রেইসিং অঞ্চলটি আজ স্বাভাবিকভাবেই খোলা রয়েছে, যদিও পুলিশ ভোর পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানা যায়।
পুলিশের একজন মুখপাত্র বলেন, ” আমরা টিমস্পোর্ট গো-কার্টিং স্টোক-এ হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে পৌঁছাই। ওয়েস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিসের প্যারামেডিকরা ঘটনাস্থলে আগে থেকেই উপস্থিত ছিলেন এবং এক কিশোরকে অচেতন অবস্থায় পেয়েছিলেন। দুঃখজনকভাবে, পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
“মৃত্যুটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে না এবং এই বিষয়ে আরো তদন্তের জন্য একটি ফাইল প্রস্তুত করা হবে। এই কঠিন সময়ে আমাদের সমবেদনা মৃতের পরিবারের প্রতি।”
টিমস্পোর্ট গো-কার্টিং জানিয়েছে, ” আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”
একজন অনলাইন কার রেইসিং ট্র্যাক ব্যবহারকারী মন্তব্য করে বলেন, ” খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের প্রতি অনেক ভালোবাসা এবং গো-কার্টিং কর্তৃপক্ষের এই ঘটনার জন্য লজ্জা পাওয়া উচিত। অন্তত নিহতের প্রতি সম্মান জানাতে আজ তারা কেন্দ্রটি বন্ধ রাখতে পারত, কিন্তু তারা আজও ট্র্যাক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।”
আরেকজন জানান, ” খুবই দুঃখজনক ঘটনা। যিনি মারা গিয়েছেন তার প্রতি সহমর্মিতা জানাই। তার পরিবারের প্রতি সমবেদনা রইল।”
সূত্রঃ মিরর
এম.কে
০১ ফেব্রুয়ারি ২০২৫