4.2 C
London
February 8, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে চালকের ভুলে শিশুর মৃত্যু, তবে ভিন্ন দাবি করছেন চালকের আইনজীবী

যুক্তরাজ্যে ফ্লাভিউ নাগি নামের এক ব্যক্তিকে একটি শিশুর মৃত্যুর দায়ে অভিযুক্ত করা হয়েছে। বহুতল পার্কিংয়ে গাড়ির ধাক্কায় নিহত এক শিশুকন্যার মৃত্যুর দায়ে অভিযুক্ত হন নাগি। তবে ফ্লাভিউ নাগির আইনজীবী আদালতে দাবি করছেন মর্মান্তিক ঘটনার সময় গাড়িতেই ছিলেন না নাগি।

ফ্লাভিউ নাগি শুক্রবার সকালে ভিডিও লিঙ্কের মাধ্যমে সোয়ানসি কারাগার থেকে সোয়ানসি ক্রাউন কোর্টে হাজির হন। তাকে ছয় মাসের সোফিয়া কেলেমেনের মৃত্যুর জন্য বিপজ্জনক ড্রাইভিংয়ের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

ছোট শিশু সোফিয়া নববর্ষের দিনে টেনবি, পেমব্রোকশায়ারের একটি গাড়ি পার্কে তার প্রামে (বেবি ক্যারিয়ার) থাকাকালীন গাড়ির ধাক্কায় গুরুতর আঘাত পান, যা তার জন্য মারাত্মক হয়ে দাঁড়ায়।

নাগির আইনজীবীরা আদালতে মামলাটি খারিজ করার আবেদন জানাতে যাচ্ছেন। তাদের যুক্তি হলো , দুর্ঘটনার সময় নাগি গাড়ি চালাচ্ছিলেন না।

আসামিপক্ষের আইনজীবী ডিন পুলিং জানান, ৩৩ বছর বয়সী রোমানিয়ান নাগি ২ জানুয়ারি সকালে শিশুদের জন্য গাড়ি গরম করতে ইগনিশনে চাবি ঢোকান।

আদালতে বলা হয়, গাড়িটি—একটি নিশান মডেলের—নাগির এক আত্মীয় গিয়ারে রেখে পার্ক করেছিলেন এবং সেই সময় হ্যান্ডব্রেক প্রয়োগ করা হয়নি।

পুলিং বলেন, নাগি যখন দেখেন যে গাড়িটি নড়ছে, তখন তিনি সেটি থামাতে হ্যান্ডব্রেক টানার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, “প্রধান প্রশ্ন হলো, এই আসামিকে কি সেই মুহূর্তে গাড়ি চালানোর জন্য দায়ী করা যেতে পারে কি না। তিনি সর্বোচ্চ যা করেছেন তা হলো ইগনিশনে চাবি ঢুকিয়ে ইঞ্জিন চালু করা।

তিনি শুধুমাত্র শিশুদের জন্য গাড়ি গরম করার জন্য ইঞ্জিন চালু করেছিলেন। তিনি গাড়ির দিকনির্দেশনার ওপর কোনো নিয়ন্ত্রণ রাখেননি, স্টিয়ারিং হাতে নেননি। তিনি কেবল তখনই গাড়ির ভেতরে ঢোকেন, যখন গাড়িটি থামাতে হ্যান্ডব্রেক টানার চেষ্টা করেন।”

পুলিং আরও বলেন, ” এটি একটি দুঃখজনক ঘটনা” এবং প্রসিকিউশন ও ডিফেন্সের মধ্যে এ বিষয়ে খুব বেশি মতবিরোধ নেই। তিনি তার মক্কেলকে দোষ স্বীকার বা অস্বীকার করার জন্য আদালতে তোলার বিরোধিতা করেন তিনি।

নাগি বর্তমানে সোয়ানসি কারাগারে রিমান্ডে রয়েছেন এবং বিপজ্জনক ড্রাইভিং করে মৃত্যুর কারণ হওয়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং বীমা ছাড়া গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

গ্রেটার ম্যানচেস্টারের লি শহরের নাগি মার্চ মাসে আবার আদালতে ফিরবেন, যেখানে তার আইনজীবীরা অভিযোগ খারিজের আবেদন করবেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়।

বিচারক ক্যাথরিন রিচার্ডস মামলাটি মুলতবি রেখেছেন এবং নাগি আগামী ২১ মার্চ আবার আদালতে হাজির হবেন।

উল্লেখ্য যে, ম্যানচেস্টারের লি এলাকায় শিশু সোফিয়া ২ জানুয়ারি টেনবির বহুতল পার্কিংয়ের নিচতলায় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়।
তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ইউনিভার্সিটি হাসপাতাল অফ ওয়েলসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার জরুরি চিকিৎসা হয়। শিশুটির পেলভিস ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।

চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও, শিশুটি পরদিন হাসপাতালে মারা যায়।

পেমব্রোকশায়ার কোরোনারের আদালতে জানানো হয়, সড়ক দুর্ঘটনার কারণে সোফিয়ার “ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ” হয়েছিল, যা তার মৃত্যুর কারণ হয়।

এই মর্মান্তিক ঘটনার পর, পরিবারের সদস্যরা সোফিয়ার মৃতদেহ রোমানিয়ায় ফিরিয়ে নিতে একটি তহবিল সংগ্রহের প্রচারণা শুরু করেন। পরিবারটি তাদের লক্ষ্যের £৬,৬৭০-এর মধ্যে এখন পর্যন্ত £৪,৭০০ সংগ্রহ করতে সক্ষম হয়েছে বলে তথ্যমতে জানা যায়।

সূত্রঃ ডেইলি মেইল

এম.কে
০৮ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

অর্থনৈতিক সংকটে ব্রিটেনে বিচ্ছেদ স্থগিত করেছেন পৌনে ৩ লাখ দম্পতি

যুক্তরাজ্যে অপরাধের শীর্ষে ক্লিভল্যান্ড!

যুক্তরাজ্যের ভিডিও গেম বাজারে মন্দা