2.7 C
London
January 1, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে জিরো-আওয়ার চুক্তি সংস্কার রোধে লর্ডদের সমালোচনা, সরকারের প্রতি দৃঢ় থাকার আহ্বান

কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাট লর্ডরা জিরো-আওয়ার চুক্তি সংস্কার রোধের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়িক নেতাদের লবিংয়ের মধ্যে লেবার সরকারের কর্মসংস্থান অধিকার বিল দুর্বল করার প্রচেষ্টা তীব্র হয়েছে।

গত সপ্তাহে লর্ডরা ভোট দিয়ে শ্রমিকদের প্রথম দিন থেকেই অন্যায্য বরখাস্তের বিরুদ্ধে সুরক্ষা এবং গ্যারান্টিযুক্ত ঘণ্টার চুক্তির অধিকার সীমিত করেছে। সংশোধনীর মাধ্যমে নিয়োগকর্তার বদলে কর্মীদের ওপর গ্যারান্টিযুক্ত ঘণ্টার চুক্তির আবেদন করার দায়িত্ব চাপানো হয়েছে।

ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের মহাসচিব পল নাওয়াক তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, লর্ডরা “খারাপ নিয়োগকর্তাদের হয়ে কাজ করছে” এবং “সরকারের পরিকল্পনার পথে বাধা না দেওয়ার” আহ্বান জানান। তার মতে, “শ্রমিক অধিকার রোধে বংশগত লর্ডদের ভোট দেওয়া অন্য শতাব্দীর বিষয়।”

এই সংশোধনী প্রস্তাব করেন লিব ডেম লর্ড গডার্ড এবং টোরি লর্ড হান্ট ও লর্ড শার্প। শার্প দাবি করেন, লেবারের বেকারত্ব বিল কর্মচারীদের জন্য যেমন বিপর্যয়কর, তেমনি ব্যবসার জন্যও হুমকি। গডার্ড বলেন, বিলটি ছোট ব্যবসা ও পারিবারিক খামারের জন্য ক্ষতিকর হতে পারে।

নিয়োগকর্তাদের সংগঠনগুলো সংশোধনীকে স্বাগত জানিয়ে বলেছে, এটি স্থানীয় ও পার্ট-টাইম চাকরির প্রাপ্যতা রক্ষায় সহায়ক হবে। তবে TUC কমিশন করা এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের অধিকাংশ ভোটার, এমনকি কনজারভেটিভ ও লিব ডেম সমর্থকরাও, জিরো-আওয়ার চুক্তি নিষিদ্ধের পক্ষে।

ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের মহাসচিব পল নাওয়াক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই লর্ডরা শুধু বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নয়, তারা নিজেদের ভোটারদেরও অগ্রাহ্য করছে। সরকারকে অবশ্যই দৃঢ় থেকে কর্মসংস্থান অধিকার বিল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৮ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) অতিরিক্ত ভর্তি বিপর্যয় মিটল সরকারের হস্তক্ষেপে

কিং চার্লসের রাজ্যাভিষেকে যাচ্ছেন একমাত্র কোন বলিউড নায়িকা

রুয়ান্ডা বিল যুক্তরাজ্যের সমস্যা আমাদের নয়ঃ রুয়ান্ডার প্রেসিডেন্ট