২৪ বছর বয়সী পুলিশ কনস্টেবল ফায়জান নাজিব ডিউটির সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ওয়েলিংবরোর কাছে স্টেশন রোডে অন্য একটি গাড়ির দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সে সময় হঠাৎ একটি নীল রঙের ভক্সওয়াগন পোলো গাড়ি এসে তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় ফায়জানকে দ্রুত অ্যাডেনব্রুকস হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তিনি ২৬ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার পর ২০-এর কোঠায় থাকা এক তরুণকে গ্রেপ্তার করা হয়। তবে পরবর্তীতে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তদন্ত এখনো চলছে বলে পুলিশ জানিয়েছে।
নর্থ্যাম্পটনশায়ার পুলিশের চিফ কনস্টেবল ইভান বালহ্যাচেট এক বিবৃতিতে বলেন, “ডিউটির সময় একজন অফিসার প্রাণ হারালে যে বেদনা অনুভূত হয়, তা ভাষায় প্রকাশ করা যায় না। পুরো পুলিশ পরিবার ফায়জানের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।”
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০১ অক্টোবর ২০২৫