25.7 C
London
July 25, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ডিজিটাল আইডি চালুর দাবি রোচডেল এমপিরঃ বেআইনি শ্রম বন্ধে রাজনৈতিক চাপ

যুক্তরাজ্যের রোচডেল শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র হাইস্ট্রিটে অবৈধ অভিবাসীদের দ্বারা পরিচালিত ভুয়া ব্যবসা এবং শ্রমিক শোষণের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় এমপি পল ওয়াহ। তিনি দাবি করেছেন, ইরান ও ইরাক থেকে আসা অবৈধ অভিবাসীরা নকল বারবারশপ ও ভ্যাপ দোকানের আড়ালে সৎ ব্যবসাগুলোর ক্ষতিসাধন করছে এবং স্থানীয় ব্রিটিশ শ্রমিকদের ন্যায্য মজুরি হরণ করছে।

 

সম্প্রতি হাউস অফ কমন্সে প্রশ্নোত্তর পর্বে পল ওয়াহ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আহ্বান জানান, দ্রুত ডিজিটাল আইডি চালুর মাধ্যমে পুলিশ ও ইমিগ্রেশন কর্মীদের হাতে অবৈধ শ্রমিক শনাক্তকরণে কার্যকরী ক্ষমতা দেওয়া হোক। তিনি বলেন, “রোচডেলের সৎ ব্যবসায়ীরা আজ টিকে থাকার লড়াইয়ে। ভুয়া দোকান ও অবৈধ শ্রমিকদের চক্র আমাদের হাইস্ট্রিট ধ্বংস করে দিচ্ছে।”

এমপির বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, তার সরকার ইতিমধ্যেই অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করেছে। গত কয়েক মাসে অবৈধ কর্মসংস্থানের অভিযোগে গ্রেপ্তারের হার ৫০ শতাংশ বেড়েছে। তিনি আরও জানান, ডিজিটাল আইডি ও ই-ভিসা চালুর মাধ্যমে কর্মীর বৈধতা যাচাই সহজ ও দ্রুততর করা হবে, এবং ডেলিভারি ড্রাইভারসহ নানা খাতে নতুন আইন প্রয়োগে সরকার প্রস্তুত।

রোচডেল কাউন্সিল ইতোমধ্যেই ড্রেইক স্ট্রিটে অবস্থিত ‘ড্রেইক স্ট্রিট ফুড স্টোর’—যা ‘পোলস্কি স্ক্লেপ’ নামেও পরিচিত—দোকানটি বন্ধ করে দিয়েছে। গোপন তদন্তে এক দোকান থেকেই জব্দ করা হয় ৩৩,৩৫০টি নকল সিগারেট এবং ২৬ কেজি অবৈধ হ্যান্ড-রোলড তামাক। দোকানটির টয়লেটের নিচেও বিপজ্জনক পণ্য লুকিয়ে রাখা ছিল বলে জানায় কাউন্সিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি জাতীয়ভাবে তুলেন এমপি পল ওয়াহ। তিনি বলেন, “আমাদের শহরের সৌন্দর্য ও ব্যবসা ধ্বংস হচ্ছে এইসব বেআইনি চক্রের কারণে। আইন মানা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ অপরাধীরা নির্বিঘ্নে চলছে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি—এই সমস্যা সমাধানে দ্রুত ও শক্ত পদক্ষেপ নিতে।”

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
২৫ জুলাই ২০২৫

আরো পড়ুন

ডিকেন্সিয়ান দারিদ্র্যে ডুবে যাচ্ছে ইংল্যান্ডের শিশু—‘টু চাইল্ড লিমিট’ তুলে দেওয়ার দাবি তুঙ্গে

যুক্তরাজ্যে নির্বাচনঃ সস্ত্রীক ভোট দিলেন সুনাক ও স্টার্মার

ব্রিটেনে গর্ভবতী মা ও সন্তানের যত্নে বাংলা অ্যাপ