TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে দুই বাংলাদেশি গ্রেফতার, ৪০ হাজার পাউন্ড জরিমানা

যুক্তরাজ্যের ইস্ট সাফোকে ইমিগ্রেশন অভিযানের সময় একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ইন্ডিয়াগেট তান্দুরি নামের ওই বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁয় গোপন তথ্যের ভিত্তিকে হোম অফিসের ইমিগ্রেশন কর্মকর্তারা অভিযান চালান বলে হোম অফিস সূত্র জানিয়েছে।

আটককৃত দুই বাংলাদেশি পুরুষকে গ্রেফতার দেখানো হয়েছে এবং হোম অফিস বলছে তাদের ব্যাপারে অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের পর দুই জনের নিয়োগকর্তা রেস্টুরেন্ট মালিককে অবৈধ কর্মী প্রতি ২০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়।

গতকাল সোমবার অভিযানটি পরিচালিত হয়। এর আগে সম্প্রতি ব্রিটেনে বসবাস ও কাজের বৈধ কাগজপত্র বিহীন অবস্থায় কাজ করার দায়ে হোম অফিস ২৪ ঘণ্টার অভিযানে ১০০ জনের বেশি অভিবাসীকে গ্রেফতার করে।

এম.কে
১৪ সেপ্টেম্বর ২০২৩

 

আরো পড়ুন

আমাদের সোমালিয়ায় নিয়ে যাচ্ছে, হয়তো আর যোগাযোগ হবে না: ইঞ্জিনিয়ার তৌফিকুল

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিলেই হাসিনা দেশে ফিরবেনঃ সজীব ওয়াজেদ জয়

প্রতিদিন লাশ দেখতে দেখতে যুক্তরাজ্যের সীমান্ত রক্ষীরা মানসিক ট্রমায় আক্রান্ত